AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rekha Gupta: প্রথমবার MLA হয়েই মুখ্যমন্ত্রীর আসনে, কীভাবে উত্থান এই রেখা গুপ্তার

Rekha Gupta: দিল্লির চতুর্থ মুখ্যমন্ত্রী হচ্ছেন রেখা গুপ্তা। বিধানসভা নির্বাচনের আগে আম আদমি পার্টির মুখ্যমন্ত্রী ছিলেন অতিশি। কংগ্রেসের শিলা দীক্ষিতও ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী।

Rekha Gupta: প্রথমবার MLA হয়েই মুখ্যমন্ত্রীর আসনে, কীভাবে উত্থান এই রেখা গুপ্তার
রেখা গুপ্তাImage Credit: PTI
| Edited By: | Updated on: Feb 19, 2025 | 9:58 PM
Share

নয়া দিল্লি: প্রথমবার বিধায়ক হয়েই মুখ্যমন্ত্রী পদে বসছেন রেখা গুপ্তা। ২৭ বছর পর দিল্লিতে ক্ষমতায় এসেছে বিজেপি। আম আদমি পার্টিকে হারিয়ে বড় জয় পেয়েছে গেরুয়া শিবির। জয়ের পর থেকেই মুখ্যমন্ত্রীর নাম নিয়ে জল্পনা চলছিল। অবশেষে বুধবার রেখা গুপ্তার নাম মুখ্যমন্ত্রী পদের জন্য চূড়ান্ত করেছে বিজেপি। এই মুহূর্তে তিনিই হবেন সারা দেশে বিজেপির একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী।

আগে কখনও বিধায়ক হিসেবে কাজ করার অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও রেখার উপরেই ভরসা রেখেছে গেরুয়া শিবির। তবে বিধায়ক হওয়ার অভিজ্ঞতা না থাকলেও নর্থ দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র হিসেবে কাজ করেছেন তিনি। অর্থাৎ পুর প্রশাসক হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর।

রেখা গুপ্তা বর্তমানে বিজেপির মহিলা মোর্চার মহাসচিব এবং জাতীয় কর্মসমিতির সদস্য। ছাত্র রাজনীতি থেকেই হাতেখড়ি তাঁর। হরিয়ানার জিন্দের বাসিন্দা রেখা গুপ্তা কলেজ জীবন থেকেই দিল্লিতে রয়েছেন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের একেবারে তৃণমূল স্তরের কাজের সঙ্গে তিনি যুক্ত বলে জানা যায়।

মূলত দিল্লির বনিয়া এবং ওবিসি সমাজের প্রতিনিধি এই রেখা গুপ্তা। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, দিল্লির ৩০ শতাংশ ওবিসি ভোট এবং দিল্লির রাজনীতিতে ব্যবসায়ীদের নির্ণায়ক ভূমিকার কথা মাথায় রেখেই রেখাকে মুখ্যমন্ত্রী করা হয়েছে।

১৯৯২ সালে বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি-র হাত ধরে রেখার রাজনৈতিক উত্থান। ২০০২ সালে বিজেপির যুব মোর্চার জেনারেল সেক্রেটারি হিসেবে কাজ শুরু করেন তিনি। পরে ২০০৭ সালে নর্থ পিতমপুরা থেকে কাউন্সিলর হন। পরপর দুবার কাউন্সিলর নির্বাচিত হন তিনি। বিজেপির মহিলা মোর্চার প্রেসিডেন্ট হিসেবে দিল্লিতে কাজও করেছেন বেশ কিছুদিন।