AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BJP: নাড্ডার জায়গায় কে? কবে নতুন সভাপতি পাচ্ছে বিজেপি?

BJP: রাজনীতির কারবারিরা বলছেন, এই মুহূর্তে ভারতের সর্ববৃহৎ রাজনৈতিক দলের সর্বভারতীয় সভাপতি নির্বাচনের ক্ষেত্রে নানা বিষয় মাথায় রাখতে হচ্ছে গেরুয়া শিবিরকে। তার মধ্যে সবার আগে রয়েছে সাংগঠনিক অভিজ্ঞতা। এছাড়াও একাধিক বিষয় মাথায় রাখতে হচ্ছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে।

BJP: নাড্ডার জায়গায় কে? কবে নতুন সভাপতি পাচ্ছে বিজেপি?
জেপি নাড্ডার পর বিজেপির সর্বভারতীয় সভাপতি কে হবেন?Image Credit: TV9 Bangla
| Updated on: Jun 15, 2025 | 9:46 PM
Share

নয়াদিল্লি: লোকসভা ও দেশজুড়ে বিধানসভার আসনের নিরিখে এই মুহূর্তে ভারতের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিজেপি। আর এই দলের পরবর্তী সর্বভারতীয় সভাপতির নাম নিয়ে বেশ কয়েকমাস ধরেই জল্পনা চলছে। গেরুয়া শিবিরের নতুন সর্বভারতীয় সভাপতি কতদিনের মধ্যে ঠিক করা হতে পারে? বর্তমান সভাপতি জেপি নাড্ডার জায়গায় কে বসবেন? এইসব জল্পনার মধ্যেই নাড্ডার উত্তরসূরি হিসেবে একাধিক নেতার নাম সামনে আসছে। কারা তাঁরা?

২০২০ সালের ২০ জানুয়ারি অমিত শাহর জায়গায় বিজেপির সর্বভারতীয় সভাপতির দায়িত্ব গ্রহণ করেন নাড্ডা। তার আগে ২০১৯ সালের জুন থেকে কার্যকরী সভাপতির দায়িত্ব পালন করেছেন। বিজেপির সর্বভারতীয় সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি নাড্ডা এখন কেন্দ্রীয় কেন্দ্রীও। এই অবস্থায় বিজেপির সর্বভারতীয় সভাপতি হিসেবে নাড্ডার জায়গায় কে বসবেন, গত কয়েকমাস ধরেই তা নিয়ে আলোচনা চলছে।

গত কয়েকমাসে একাধিক রাজ্যে বিজেপির সাংগঠনিক নির্বাচন সম্পূর্ণ হয়েছে। বাংলাতেও বেশিরভাগ সাংগঠনিক জেলায় সভাপতি নির্বাচন হয়েছে। তবে রাজ্য সভাপতি নির্বাচন হয়নি। উত্তর প্রদেশে সম্প্রতি ৭০টি জেলায় সভাপতি ঘোষণা করেছে বিজেপি।

রাজনীতির কারবারিরা বলছেন, এই মুহূর্তে ভারতের সর্ববৃহৎ রাজনৈতিক দলের সর্বভারতীয় সভাপতি নির্বাচনের ক্ষেত্রে নানা বিষয় মাথায় রাখতে হচ্ছে গেরুয়া শিবিরকে। তার মধ্যে সবার আগে রয়েছে সাংগঠনিক অভিজ্ঞতা। এছাড়াও একাধিক বিষয় মাথায় রাখতে হচ্ছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে।

সর্বভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের মতে, এই মুহূর্তে বিজেপির সর্বভারতীয় সভাপতি হওয়ার দৌড়ে তিনজন এগিয়ে রয়েছেন। তাঁর মধ্যে প্রথম হলেন ধর্মেন্দ্র প্রধান। কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ওড়িশার ওবিসি নেতা। সাংগঠনিক দক্ষতার জন্য পরিচিত। এছাড়া ধর্মেন্দ্র প্রধান গেরুয়া শিবিরের কেন্দ্রীয় নেতৃত্বের কাছের একজন নেতা।

বিজেপির সর্বভারতীয় সভাপতি হওয়ার দৌড়ে রয়েছেন মধ্য প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। বর্তমানে তিনিও কেন্দ্রীয় মন্ত্রী। তিনি জননেতা হিসেবে পরিচিত। এবং সংগঠনের তৃণমূলস্তরে কাজের অভিজ্ঞতা রয়েছে।

হিন্দুস্তান টাইমসের মতে, বিজেপির সর্বভারতীয় সভাপতি হওয়ার দৌড়ে রয়েছেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর। বর্তমানে তিনি কেন্দ্রীয় মন্ত্রী। দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে তাঁর।

হিন্দুস্তান টাইমসের পাশাপাশি সর্বভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেও বিজেপির সর্বভারতীয় সভাপতি হওয়ার দৌড়ে একাধিক নেতার নাম উল্লেখ করেছে। বিজেপি সূত্রকে উদ্ধৃত করে তারা জানিয়েছে, সর্বভারতীয় সভাপতি হওয়ার দৌড়ে রয়েছেন মনোজ সিনহা, মনোহরলাল খট্টর, শিবরাজ সিং চৌহান, ধর্মেন্দ্র প্রধান ও ভূপেন্দ্র যাদব। তবে মনোজ সিনহার বিজেপির কেন্দ্রীয় সংগঠনে কোনও অভিজ্ঞতা নেই। আবার মনোহরলাল খট্টরের বয়স সত্তরের বেশি। সেখানে বিজেপি সভাপতি কে হবেন, তা নিয়ে জল্পনা জারি রয়েছে।

বিজেপি সূত্রকে উদ্ধৃত করে ইন্ডিয়া টুডে জানিয়েছে, প্রধানমন্ত্রী বারবার মহিলা ক্ষমতায়নের কথা বলেন। সেক্ষেত্রে বিজেপির সর্বভারতীয় সভাপতি পদে মহিলা মুখ নিয়েও ভাবনাচিন্তা চলছে। এখনও পর্যন্ত বিজেপির সভাপতি পদে কোনও মহিলা বসেননি। ফলে দলের সভাপতি হিসেবে কোনও মহিলা দায়িত্ব নিলে, দেশের নারীদের কাছে আলাদা বার্তা যাবে।

কতদিনের মধ্যে সর্বভারতীয় সভাপতি নির্বাচন হতে পারে?

বিজেপি সূত্র উদ্ধৃত করে ইন্ডিয়া টুডে জানিয়েছে, আহমেদাবাদে বিমান দুর্ঘটনার আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে বার্তা দেওয়া হয়েছিল, এক সপ্তাহের মধ্যে সর্বভারতীয় সভাপতি নির্বাচন প্রক্রিয়া শুরু হবে। কিন্তু, গত ১২ জুন বিমান দুর্ঘটনার পর আপাতত সেই প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে। সংসদের বাদল অধিবেশন শুরুর আগেই বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতি নির্বাচন সম্পন্ন হবে বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে। আগামী ২১ জুলাই সংসদের বাদল অধিবেশন শুরু। অর্থাৎ আর মাসখানেকের মধ্যে বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচন সম্পন্ন হতে পারে।