“দেশের অর্ধেক মানুষ ক্ষুধার্ত, তখন কেন হাজার কোটির সংসদ?” নরেন্দ্র মোদীকে প্রশ্ন কমল হাসানের
রবিবার তামিল অভিনেতা তথা রাজনীতিবিদ কমল হাসান আসন্ন তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের জন্য তাঁর দল মক্কাল নিধি মায়ামের (MNM) প্রচার শুরু করবেন। তার আগেই টুইটে প্রধানমন্ত্রীকে প্রশ্নবানে বিঁধলেন কমল।
চেন্নাই: নতুন সংসদ ভবন নিয়ে এবার নরেন্দ্র মোদীকে (Narendra Modi) একহাত নিলেন কমল হাসান (Kamal Hassan)। আজ, রবিবার তামিল অভিনেতা তথা রাজনীতিবিদ কমল হাসান আসন্ন তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের জন্য তাঁর দল মক্কাল নিধি মায়ামের (MNM) প্রচার শুরু করবেন। তার আগেই টুইটে প্রধানমন্ত্রীকে প্রশ্নবানে বিঁধলেন কমল।
টুইটে মক্কাল নিধি মায়ামের প্রতিষ্ঠাতা অভিনেতা কমল হাসান লিখেছেন, “যখন দেশের অর্ধেক মানুষ ক্ষুধার্ত, তখন কেন ১০০০ কোটি টাকার নতুন সংসদ তৈরি করা হচ্ছে? যখন চিনের প্রাচীর নির্মাণ হয়েছিল, হাজার হাজার মানুষ মারা গিয়েছিলেন কিন্তু শাসক বলেছিল রক্ষার্থে বানানো হচ্ছে। কাদের বাঁচাতে হাজার কোটির সংসদ তৈরি করছেন? উত্তর দিন মাননীয় প্রধানমন্ত্রী”
பதில் சொல்லுங்கள் என் மாண்புமிகு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரே….
(2/2)
— Kamal Haasan (@ikamalhaasan) December 13, 2020
দু’দিন আগেই নতুন সংসদ ভবনের শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী। ২০ হাজার কোটি টাকার সেন্ট্রাল ভিস্তা প্রল্পের আওতায় তৈরি হবে নতুন সংসদ ভবন। তবে এখনই নতুন সংসদ ভবনের নির্মাণ কাজ শুরু হবে না। সুপ্রিম কোর্ট সবুজ সঙ্কেত দিলে তবেই শুরু হবে নতুন ভবন নির্মাণের কাজ।
আরও পড়ুন: রিপাবলিক টিভির সিইও গ্রেফতার
মাদুরাই থেকে নির্বাচনের প্রচার শুরু করবেন কমল হাসান। ২০২১ সালের মে মাসে তামিলনাড়ুতে নির্বাচন। সেখানে মক্কাল নিধি মায়ামের প্রধান ইস্যু হল দুর্নীতি, চাকরি, গ্রামোন্নয়ন, পানীয় জল। এমতাবস্থায় কমল হাসানের এই প্রশ্নকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ মনে করছে রাজনৈতিক মহল।