‘তোমাকে আমার দরকার…’, স্বামী চলে যাওয়ার পর থেকেই ঘণ্টায় ঘণ্টায় জোর করতে থাকে শ্বশুর, বাধ্য হয়ে বউমা যা করল…
Relation: স্বামী মারা যাওয়ার পর থেকেই শ্বশুরের কুদৃষ্টি পড়েছিল। বিভিন্নভাবে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করতেন। এরপরে এক বছর আগে তাঁর শাশুড়িও মারা যায়। তারপর থেকে উৎপাত আরও বেড়ে যায়।

ভোপাল: স্বামী যতদিন ছিল, ততদিন সংসারও সুখের ছিল। তিন বছর আগে হঠাৎ অসুস্থ হয়ে মারা যায়। তারপর থেকেই উৎপাত শুরু। কীসের উৎপাত? বউমার উপরে কুদৃষ্টি পড়েছিল শ্বশুরের। একা পেয়ে বউমাকে কুপ্রস্তাব দিতেন। বলতেন, “তোমাকে আমার দরকার”। শারীরিক সম্পর্কের জন্য জোরাজুরি করতেই শেষে পুলিশের দ্বারস্থ হলেন বউমা।
ঘটনাটি ঘটেছে মধ্য প্রদেশের রেওয়াতে। এক মহিলা তাঁর শ্বশুর ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ আনেন। মহিলা জানান, স্বামী মারা যাওয়ার পর থেকেই শ্বশুর কুপ্রস্তাব দিতে থাকেন। শারীরিক সম্পর্ক, এমনকী বিয়ের জন্যও জোরাজুরি করতে শুরু করেন।
অভিযোগকারীণী জানিয়েছেন, ১০ বছর আগে তাদের বিয়ে হয়েছিল। ৩ বছর আগে হঠাৎ তাঁর স্বামী মারা যায়। তাদের দুটি সন্তান রয়েছে, একজনের বয়স ৫ বছর, একজনের বয়স ৭ বছর। স্বামী মারা যাওয়ার পর থেকেই শ্বশুরের কুদৃষ্টি পড়েছিল। বিভিন্নভাবে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করতেন। এরপরে এক বছর আগে তাঁর শাশুড়িও মারা যায়। তারপর থেকে উৎপাত আরও বেড়ে যায়।
প্রতিদিন নোংরা, অশালীন মন্তব্য করতে থাকেন শ্বশুর। ঘরে একা থাকলে, জানালা দিয়ে উঁকিঝুকি দিতেন শ্বশুর। বউমাকে তিনি প্রস্তাব দেন, “তোমারও স্বামী নেই, আমারও স্ত্রী নেই। আমাদের একে-অপরকে দরকার”। ওই মহিলা তাঁর শ্বশুরকে বলেন যে তাঁকে বাবার চোখে দেখেন। তাও শ্বশুর শারীরিক সম্পর্কের জন্য জোরাজুরি করতে থাকেন। বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হন ওই মহিলা।





