Doctor news: মহিলাদের পোশাক পরে বাড়িতে ডাকতেন পুরুষদের তারপরই…, সরকারি হাসপাতালের ডাক্তারের কীর্তি জানতেই মাথায় হাত স্ত্রীর
UP Doctor:অভিযোগ, তাঁর স্বামী বেশি টাকা রোজগারের জন্য মহিলা সেজে বাড়িতে পুরুষদের ডাকতেন। তারপর পর্ন ভিডিয়ো তৈরি করতেন। আর অনলাইনে সেগুলি চড়া দামে বিক্রি করে টাকা কামাতেন।

নয়া দিল্লি: প্রেম করে বিয়ে। স্বামী পেশায় ডাক্তার। কিন্তু তাঁকেই এইভাবে দেখবেন হয়ত কল্পনাও করতে পারেনি স্ত্রী। গুরুতর অভিযোগ তুললেন তাঁর বিরুদ্ধে। মহিলার অভিযোগ, তাঁর স্বামী বেশি টাকা রোজগারের জন্য মহিলা সেজে বাড়িতে পুরুষদের ডাকতেন। তারপর পর্ন ভিডিয়ো তৈরি করতেন। আর অনলাইনে সেগুলি চড়া দামে বিক্রি করে টাকা কামাতেন। উত্তরপ্রদেশের সরকারি হাসপাতালের এমন অভিযোগ উঠতেই তা ভাইরাল নেট পাড়ায়।
জানা গিয়েছে ওই চিকিৎসকের নাম বরুণেশ দুবে। তিনি সন্ত কবীর নগর জেলার এক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক। ডাক্তারের স্ত্রী সিম্পি পাণ্ডের দাবি তাঁদের প্রেম করে বিয়ে হয়েছিল। কিন্তু বেশি টাকার জন্য, তাঁর স্বামী সরকারি বাসভবনে পুরুষদের ডাকতেন। তারপর চলত পর্ন ছবির শুটিং। তবে নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ উড়িয়ে ওই ডাক্তার এইসবের পিছনের নিজের স্ত্রীকেই দায়ী করেছেন।
সিম্পির অভিযোগ, বরুণেশ তাঁকে ও তাঁর ছেলেকে গোরক্ষপুরের বাড়িতে রেখে আসতেন। আর তারপরই সরকারি বাসভবনে মহিলাদের পোশাক পরে পুরুষদের ডেকে আনতেন। বিষয়টি জানতে পেরেই পুলিশে অভিযোগ জানান মহিলা। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। সিম্পি বলেন, “আমি কিছু ভিডিয়ো পেইড ওয়েবসাইটে দেখেছি। আমরা এর জন্য টাকা দিয়েছিলাম এবং আমার স্বামীর কিছু পর্ন ভিডিও খুঁজে পেয়েছি। এই ভিডিয়োগুলি ওর সরকারি বাসভবনে তৈরি হয়েছিল। আমি আর আমার ভাই যখন এই নিয়ে আমার স্বামীর সঙ্গে কথা বলি তিনি তখন আমাদের মারধর করে তাড়িয়ে দেন।” যদিও, ওই চিকিৎসক সব অভিযোগ উড়িয়ে জানিয়েছেন তাঁর সম্পত্তি হাতাতেই স্ত্রী এই সব কথা বলছেন।
(প্রতিবেদনটি সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে লেখা। এই ছবির সত্যতা যাচাই করেনি টিভি ৯ বাংলা)

