Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BJP Minister: খোদ মন্ত্রীর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ, থানায় এফআইআর দায়ের

রোহতক: যৌন হেনস্থার অভিযোগ উঠল খোদ মন্ত্রীর বিরুদ্ধে। হরিয়ানার ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে যৌন হেনস্থা করার অভিযোগ তুলেছেন ওই রাজ্যের জুনিয়ার মহিলা অ্যাথলেটিক্স কোচ। শুক্রবার রাজ্যের বিরোধী দল, ইন্ডিয়ান ন্যাশনাল লোক দল (INLD)-এর করা সাংবাদিক বৈঠকে এই অভিযোগ এনেছেন ওই জুনিয়ার মহিলা অ্যাথলেটিক্স কোচ। এমনকি থানায় ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়েরও করেছেন তিনি। যদিও অভিযোগ অস্বীকার করেছেন মন্ত্রী। […]

BJP Minister: খোদ মন্ত্রীর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ, থানায় এফআইআর দায়ের
প্রতীকী চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Dec 31, 2022 | 6:34 AM

রোহতক: যৌন হেনস্থার অভিযোগ উঠল খোদ মন্ত্রীর বিরুদ্ধে। হরিয়ানার ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে যৌন হেনস্থা করার অভিযোগ তুলেছেন ওই রাজ্যের জুনিয়ার মহিলা অ্যাথলেটিক্স কোচ। শুক্রবার রাজ্যের বিরোধী দল, ইন্ডিয়ান ন্যাশনাল লোক দল (INLD)-এর করা সাংবাদিক বৈঠকে এই অভিযোগ এনেছেন ওই জুনিয়ার মহিলা অ্যাথলেটিক্স কোচ। এমনকি থানায় ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়েরও করেছেন তিনি। যদিও অভিযোগ অস্বীকার করেছেন মন্ত্রী। নিরপেক্ষ তদন্তের দাবিও জানিয়েছেন তিনি।

জানা গিয়েছে, বৃহস্পতিবার ইন্ডিয়ান ন্যাশনাল লোক দল (INLD)-এর তরফে এক সাংবাদিক বৈঠক করা হয়। সেই বৈঠকেই রাজ্যের জুনিয়ার মহিলা অ্যাথলেটিক্স কোচ ক্রীড়ামন্ত্রী তথা প্রাক্তন হকি ক্যাপ্টেন সন্দীপ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেন। তিনি জানান, একটা জিম সেন্টারে মন্ত্রী সন্দীপ সিংয়ের সঙ্গে তাঁর প্রথম দেখা হয় এবং তারপর ইনস্টাগ্রামে যোগাযোগ শুরু হয়। মন্ত্রী তাঁর সঙ্গে দেখা করার জন্য জোর করতেন দাবি ওই মহিলা কোচ বলেন, “তিনি আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতেন এবং বলতেন আমার ন্যাশনাল গেমসের সার্টিফিকেট ঝুলে রয়েছে। সেটা চাইলে দেখা করতে হবে। দুর্ভাগ্যবশত তাঁর ফেডারেশনের তরফে সেই সার্টিফিকেট হারিয়ে যায় বলেও জানান তিনি। তারপর তিনি মন্ত্রীর বাড়ি তথা ক্যাম্প অফিসে দেখা করেন অন্যান্য নথি নিয়ে। তখনই মন্ত্রী তাঁকে যৌন হেনস্থা করেন।” সাংবাদিক বৈঠকের একথা বলার পর থানতেও ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই মহিলা অ্যাথলেটিক্স। রাজ্যের মন্ত্রী তথা বিজেপি নেতার কড়া শাস্তিরও দাবি জানিয়েছেন তিনি। পাশাপাশি তাঁর উপর আক্রমণ হতে পারে আশঙ্কা প্রকাশ করে নিরাপত্তারও দাবি জানিয়েছেন তিনি।

মন্ত্রীর বিরুদ্ধে মহিলা অ্যাথলেটিক্সের অভিযোগ জানানোর বিষয়টি নিশ্চিত করেছেন রাজ্যের পুলিশ আধিকারিক। যদিও ওই মহিলা অ্যাথলেটিক্সের অভিযোগ ‘ভিত্তিহীন’ বলে দাবি জানিয়েছেন হরিয়ানার মন্ত্রী সন্দীপ সিং। ওই মহিলা যা-যা বলেছেন, তার সমস্ত প্রমাণ চেয়ে নিরপেক্ষ তদন্তেরও দাবি জানিয়ে তিনি বলেন, “আমি এই অভিযোগের নিরপেক্ষ তদন্ত চাই। কারণ এই অভিযোগ আমার ভাবমূর্তিতে আঘাত করেছে।” অন্যদিকে, এই ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী নেতা ভূপিন্দর সিং হুদা। আবার হরিয়ানা সরকারের কাছে এই ঘটনায় বিশেষ তদন্তকারী কমিটি গঠন করে নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছে ইন্ডিয়ান ন্যাশনাল লোক দল (INLD)।