Mobile Gallery: এ কী দেখলেন! বয়ফ্রেন্ডের ফোনের গ্যালারি খুলতেই যেন বাজ পড়ল যুবতীর মাথায়
Mobile Gallery: ইতিমধ্যেই সংশ্লিষ্ট সংস্থার তরফে ওই কর্মীর নামে একটি মামলা দায়ের করা হয়েছে সাইবার ক্রাইম থানায়। সংস্থার , এমন ঘটনা আরও অনেক মহিলার সঙ্গে ঘটতে পারত। কী কারণে এমন কাজ করা হত, সেটাও স্পষ্ট নয়।
বেঙ্গালুরু: মাস কয়েক ধরে সম্পর্কে ছিলেন। সম্পর্ক আরও কিছুটা এগিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছাও ছিল। ঘনিষ্ঠতার খাতিরে বয়ফ্রেন্ডের ফোন হাতে দিতেও দ্বিধাবোধ করেননি যুবতী। সঙ্গীর ফোনে হাত দিয়েছিলেন না বলেই। খুলে ফেলেছিলেন ফোনের গ্যালারি। ফোল্ডার খোলার পর যে দৃশ্য ওই যুবতী দেখলেন, তা বোধহয় তিনি কল্পনাও করেননি।
পাঁচ মাস আগে আদিত্য সন্তোষ নামে ওই যুবকের সঙ্গে দেখা হয় ওই মহিলার। দুজনেই একই সংস্থায় চাকরি করতেন। চার মাস হল, তাঁদের সঙ্গে একটা সম্পর্ক তৈরি হয়েছে। সম্পর্কের খাতিরে বাড়ে ঘনিষ্ঠতাও। নিজেদের ঘনিষ্ঠ মুহূর্তের কিছু ছবি বন্দি করা ছিল ওই যুবকের মোবাইল-ক্যামেরায়। সেটা মুছে ফেলার জন্যই ফোনটি হাতে নিয়েছিলেন ওই যুবতী।
তবে ফোনের গ্যালারি খুলে যে এই দৃশ্য দেখবেন তা কল্পনাও করেননি ওই যুবতী। গ্যালারি জুড়ে ১৩ হাজার নগ্ন ছবি। যুবতী দেখেন, তাঁর নিজের ছবি তো আছেই, সঙ্গে তাঁদের আরও কয়েকজন মহিলা সহকর্মীর ছবিও আছে যুবকের ফোনে। সঙ্গে সঙ্গে সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেন ওই যুবতী। পুরো ঘটনার কথা জানান অফিসের উচ্চপদস্থ আধিকারিকদেরও। কিছু ছবি এডিট করে বানানো হয়েছে বলেও মনে করা হচ্ছে।
ইতিমধ্যেই সংশ্লিষ্ট সংস্থার তরফে ওই কর্মীর নামে একটি মামলা দায়ের করা হয়েছে সাইবার ক্রাইম থানায়। সংস্থার দাবি, এমন ঘটনা আরও অনেক মহিলার সঙ্গে ঘটতে পারত। কী কারণে এভাবে ছবি রাখা হত, সেটাও স্পষ্ট নয়। তবে অফিসের কোনও মেশিন ব্যবহার করেননি ওই যুবক। তবে পুলিশ ওই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করেছে ওই যুবককে। আসল উদ্দেশ্য জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। কোনও মহিলাকে ব্ল্যাকমেল করা হত কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।