TMC Shahid Diwas: ২১ জুলাই উপলক্ষ্যে কলকাতায়, ডিমভাত খেয়ে চিড়িয়াখানায় ঢুঁ
কাল মিটিং শেষেই ফের বাড়ি ফেরা। মাঝের সময়টায় কলকাতাকে চেটেপুটে উপভোগ। কেউ দেখবেন ভিক্টোরিয়া কেউ যাবেন চিড়িয়াখানা
কলকাতা: প্রান্তিক অঞ্চলের মানুষের জমায়েতে গিজগিজ করছে কলকাতা। কাতারে কাতারে মানুষ থাকছেন ক্যাম্পে। খাচ্ছেন তৃণমূলের ট্রেডমার্ক ডিমভাত। সঙ্গে কখনও সয়াবিন, কখনও আবার আলু পটলের তরকারি। কাল মিটিং শেষেই ফের বাড়ি ফেরা। মাঝের সময়টায় কলকাতাকে চেটেপুটে উপভোগ। কেউ দেখবেন ভিক্টোরিয়া কেউ যাবেন চিড়িয়াখানা।
ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে থাকা এক সমর্থকের কথায়, লাঞ্চ শেষেই তাঁরা দল বেঁধে চলে যাবেন চিড়িয়াখানায়। তারপর সকাল সকাল ভিক্টোরিয়া হাউসের সামনে সমাবেশে সামিল হয়ে রাতে দূরপাল্লার ট্রেন ধরে নিজের বাড়ি। আজ ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে দুপুরের মেনুতে ছিল ডিম, সয়াবিন আলুর তরকারি এবং ডাল। খাওয়া দাওয়ার পর কোথায় যাবেন? তৃণমূলের মহিলা সমর্থকের উত্তর, “রান্না খুব ভাল। যত্নাত্তিও ভাল হচ্ছে। খাওয়ার পর চিড়িয়াখানায় ঘুরতে যাব।”
সেন্ট্রাল পার্কের ছবিটাও একই রকম। সেখানেও চলছে এলাহি খাওয়া দাওয়া। দুপুরের খাবারের জন্য রয়েছে লম্বা লাইন। ২১ জুলাই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা শুনেই ফের গ্রামে ফিরে যাবেন তাঁরা। বাইশের একুশে সমাবেশে ১০০ কিলোমিটার সাইকেল চালিয়েও এসেছেন অনেক তৃণমূল কর্মী সমর্থক।