Nisith Pramanik: ‘শুধু কোচবিহার থেকেই বাদ পড়বে ৩ লক্ষ’, SIR নিয়ে মুখ খুললেন নিশীথ
BJP MP: নিশীথ প্রামাণিক বলেন, "সমগ্র পশ্চিমবঙ্গে প্রায় দেড় কোটির বেশি ভোট আছে। এসআইআর হলে বাদ পড়ার সম্ভাবনা আছে। এই কোচবিহার জেলার কথা যদি বলেন তাহলে এখানে ৩ লক্ষ নাম বাদ পড়বে। কারণ, এখানে এমন গ্রাম পঞ্চায়েতগুলোতে যেখানে ২০০২ থেকে ২০২৫ এর মধ্যে ভোটার সংখ্যা দ্বিগুণ হয়েছে।"

কলকাতা: SIR নিয়ে ভবিষ্যদ্বাণী প্রাক্তন বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকের। তাঁর দাবি, এসআইআর হলেই রাজ্য থেকে বাদ পড়বে দেড় কোটির বেশি ভোটার। শুধু কোচবিহার থেকেই বাদ যাবে তিন লক্ষের বেশি ভোটার। এর আগে এই নাম বাদ নিয়ে মন্তব্য করেছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
নিশীথ প্রামাণিক বলেন, “সমগ্র পশ্চিমবঙ্গে প্রায় দেড় কোটির বেশি ভোট আছে। এসআইআর হলে বাদ পড়ার সম্ভাবনা আছে। এই কোচবিহার জেলার কথা যদি বলেন তাহলে এখানে ৩ লক্ষ নাম বাদ পড়বে। কারণ, এখানে এমন গ্রাম পঞ্চায়েতগুলোতে যেখানে ২০০২ থেকে ২০২৫ এর মধ্যে ভোটার সংখ্যা দ্বিগুণ হয়েছে। এমনও দেখা যাচ্ছে একই বাবার নাম দিয়ে পনেরো জন পরিচয়পত্র বানিয়েছে। এমনও দেখা যাচ্ছে তিরিশ জন ভোটার কার্ড বানাচ্ছে। তার মানে এটা ভুয়ো। কোথাও দেখা যাচ্ছে বাবার বয়স ৬৫, ছেলের বয়স ৫৫। এখনও পর্যন্ত ৪০ শতাংশ ম্যাপিং করা যাচ্ছে না। প্রত্যেকটা ভোটার ২০০২ এর পরে নাম উঠেছে তাঁদের অন ক্যামেরা সই করতে হবে। তাঁকে সরজমিনে থেকে এই সই করতে হবে।”
তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “অসীম সরকার একটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। তিনি বলেছেন, SIR হলে নমঃশূদ্ররা বাদ যাবে। যদি বাদ যায় ১ কোটি ২০ হাজার, তাহলে বলব নিশীথের নাম প্রথম বাদ যাবে।” এ দিকে, আজ আবার শুভেন্দু অধিকারী নিদান দিয়েছেন অনুপ্রবেশকারীদের দেশ ছাড়া করা হবে। তাঁদের জন্যই এ রাজ্যে বাড়ছে অপরাধ। তিনি বলেন, “একটাও বাংলাদেশের মুসলমান ভোটার লিস্টে থাকবে না। অমিত শাহজি বলে দিয়েছেন, প্রথমে চিহ্নিতকরণ, তারপর বাতিল কর, আর তৃতীয় হল বাংলাদেশে ফেলো।”
