AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BSF: দ্রুত ৩৫৬ একর জমি দিতে হবে BSF-কে, জেলাশাসকদের কাছে গেল নবান্নের নির্দেশিকা

BSF: গত রবিবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক হয় নবান্নের কর্তাদের। তাতেই জট কেটেছে বলে মত ওয়াকিবহাল মহলের। সূত্রের খবর, ইতিমধ্যেই সীমান্তবর্তী জেলা যেমন মালদহ, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা, কোচবিহারের জেলাশাসকদের কাছেও জমি হস্তান্তরের বিষয়ে সুস্পষ্ট নির্দেশিকা চলে গিয়েছে।

BSF: দ্রুত ৩৫৬ একর জমি দিতে হবে BSF-কে, জেলাশাসকদের কাছে গেল নবান্নের নির্দেশিকা
নবান্ন থেকে গেল নির্দেশিকা Image Credit: Facebook
| Edited By: | Updated on: Jun 07, 2025 | 5:08 PM
Share

কলকাতা: জট দীর্ঘদিনের, চাপানউতোরও দীর্ঘদিনের, টানাপোড়েনরও শেষ ছিল না। অবশেষে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতার লাগাতে বিএসএফ-কে জমি দেওয়ার ছাড়পত্র রাজ্যের। ৩৫৬ একর জমি বিএসএফের হাতে দ্রুত হতাস্তান্তরের নির্দেশ নবান্নর। সূত্রের খবর, ইতিমধ্যেই সব জেলার প্রশাসনের কাছে চলে গিয়েছে নির্দেশিকা। 

সূত্রের খবর, সীমান্তে কাঁটাতার লাগাতে এখনও পর্যন্ত ৬৮০ একর জমি কেনার টাকা দিয়েছে কেন্দ্র সরকার। তারমধ্যে ৩২৪ একর জমি পেয়েছে বিএসএফ। কিন্তু, বাকি ৩৬৫ একর জমি নিয়ে দেখা দিয়েছে জটিলতা। শুরু হয় কেন্দ্র-রাজ্য টানাপোড়েন। অবশেষে সেই জমি বিএসএফের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিল নবান্ন। 

প্রসঙ্গত, গত রবিবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক হয় নবান্নের কর্তাদের। তাতেই জট কেটেছে বলে মত ওয়াকিবহাল মহলের। সূত্রের খবর, ইতিমধ্যেই সীমান্তবর্তী জেলা যেমন মালদহ, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা, কোচবিহারের জেলাশাসকদের কাছেও জমি হস্তান্তরের বিষয়ে সুস্পষ্ট নির্দেশিকা চলে গিয়েছে। তাঁদের বলা হয়েছে যে জমি বিএসএফের প্রয়োজন সেগুলি যেন দ্রুত জমির মালিকদের কাছ থেকে কিনে নেওয়া হয়। তারপরই তা তুলে দিতে হবে সীমান্ত রক্ষী বাহিনীকে। প্রসঙ্গত, বিগত কয়েক বছরে সীমান্তে অনুপ্রবেশের মাত্রা অনেকটাই বেড়ে যাওয়ায় চিন্তা বেড়েছে বিএসএফের। কপালে চিন্তার ভাঁজ রাজ্য থেকে কেন্দ্রেরও। সবথেকে বেশি চিন্তা বেড়েছিল কাঁটাতারহীন অরক্ষিত এলাকাগুলি নিয়েই। এখনই জমি পেয়ে গেলে দ্রুত সেখানে কাঁটাতার বসানোর কাজ করবে বিএসএফ। তৈরি হবে পোস্ট।