অগ্নিকাণ্ডে ৭ জনের মৃত্যু, পরিবার পিছু ১০ লক্ষের ক্ষতিপূরণ: দমকল মন্ত্রী

সুমন মহাপাত্র |

Mar 09, 2021 | 12:34 AM

যারা প্রাণ হারিয়েছেন তাঁদের পরিবারকে ১০ লক্ষ টাকার ক্ষতিপূরণ দেওয়া হবে।

Follow Us

কলকাতা: অগ্নিকাণ্ডে আহতদের নিয়ে আসা হচ্ছে এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital)। সূত্র মারফত খবর, ইতিমধ্যেই একাধিক ব্যক্তির মৃত্যু হয়েছে এই দুর্ঘটনায়। অনেকে আহতও হয়েছেন বলে খবর। আহতদের নিয়ে আসা হয়েছে এসএসকেএম হাসপাতালে। দমকল মন্ত্রী সুজিত বসু জানান, অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। ৭ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে ৪ জন দমকল কর্মী। একজন হেয়ার স্ট্রিট থানার এএসআই। একজন রেলের আরপিএফ কর্মী। লিফটে উঠতে গিয়েই দমকল কর্মীদের মৃত্যু হয়। মুখ্যমন্ত্রী নিয়মিত খোঁজ নিয়েছেন। তিনি জানিয়েছেন, যারা প্রাণ হারিয়েছেন তাঁদের পরিবারকে ১০ লক্ষ টাকার ক্ষতিপূরণ দেওয়া হবে।

কলকাতা: অগ্নিকাণ্ডে আহতদের নিয়ে আসা হচ্ছে এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital)। সূত্র মারফত খবর, ইতিমধ্যেই একাধিক ব্যক্তির মৃত্যু হয়েছে এই দুর্ঘটনায়। অনেকে আহতও হয়েছেন বলে খবর। আহতদের নিয়ে আসা হয়েছে এসএসকেএম হাসপাতালে। দমকল মন্ত্রী সুজিত বসু জানান, অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। ৭ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে ৪ জন দমকল কর্মী। একজন হেয়ার স্ট্রিট থানার এএসআই। একজন রেলের আরপিএফ কর্মী। লিফটে উঠতে গিয়েই দমকল কর্মীদের মৃত্যু হয়। মুখ্যমন্ত্রী নিয়মিত খোঁজ নিয়েছেন। তিনি জানিয়েছেন, যারা প্রাণ হারিয়েছেন তাঁদের পরিবারকে ১০ লক্ষ টাকার ক্ষতিপূরণ দেওয়া হবে।

Next Video