Dengue Positive: এবার বাগুইআটিতে মৃত্যু হল ডেঙ্গি আক্রান্ত ৮ বছরের শিশুর
Baguiati: বিধান নগর পৌরনি গ্রামের ১৮ নম্বর ওয়ার্ডের বাগুইআটি পূর্ব নারায়ণ তলায় বসবাস করত বছর আট-এর ঋত্বিকা সাউ ও তার পরিবার।

বাগুইআটি: শহরে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। রাজ্যের যে সমস্ত জায়গায় ডেঙ্গির প্রকোপ সব থেকে বেশি, তার মধ্যে কলকাতা এবং বিধাননগর অন্যতম। এ বার বাগুইআটিতে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু এক আট বছরের মেয়ের।
বিধান নগর পৌরনি গ্রামের ১৮ নম্বর ওয়ার্ডের বাগুইআটি পূর্ব নারায়ণ তলার বাসিন্দা বছর আটের ঋত্বিকা সাউ ও তার পরিবার। বেশ কয়েকদিন ধরেই জ্বরে আক্রান্ত ছিল সে। এরপর মঙ্গলবার তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিসি রায় শিশু হাসপাতলে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় তাকে।
জানা গিয়েছে, বুধবার সকালবেলা তার মৃত্যু হয়। রিপোর্টে যদিও উল্লেখ NS1 পজেটিভ। এখনও পর্যন্ত ডেথ সার্টিফিকেট হাতে পায়নি পরিবার। বাচ্চাটির মৃত্যুর খবর জানাজানি হওয়ার পরই কান্নায় ভেঙে পড়েছে পরিবার।
এ দিকে, ঋত্বিকার মৃত্যুর খবর জানার পর প্রতিক্রিয়া দিয়েছেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। বলেন, ‘অত্যন্ত দুঃখজনক ঘটনা। বিধাননগরেও একই সমস্যা। প্রচুর খালি জায়গা ও মাঠ পড়ে আছে। আর মানুষের অভ্যাস যে তাঁরা নোংরা আবর্জনা গিয়ে সেখানে ফেলছেন। তবুও আমি বিধাননগর পুরসভাকে বলব যে বিষয়টি নিয়ে আরও সতর্ক হতে। যেভাবে আমরা কলকাতায় একটা নিয়ম আনব ভাবছি যে ফাঁকা জায়গায় নোংরা ফেললে তা পরিষ্কার করলে তিনগুণ চার্জ দিতে হবে। বিধাননগরকেও সেই দিকটা দেখতে বলব।’
স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘পৌরসভা থেকে চেষ্টা চলছে বটে। তেল, স্প্রে সবটাই দিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু ব্লিচিং এর কোনও গন্ধ পাচ্ছি না আমরা। এই এলাকায় প্রচুর মশা। যে বাড়ির বাচ্চাটি মারা গিয়েছে, ওদের বাড়ির আরও একজনের ডেঙ্গি হয়েছে। সে আইডি থেকে ফিরে এসেছে। এরপর বাচ্চাটিরও ডেঙ্গি হয়। শিশুমঙ্গলে ভর্তি ছিল শুনেছিলাম। তারপর তো আজকে এমন ঘটনা ঘটল।’
বিধাননগরের তৃণমূল কাউন্সিলর ইন্দ্রনাথ বাগুই বলেন, ‘আমরা যখনই খবর পাচ্ছি পরিষেবা দেওয়ার চেষ্টা করছি। একজন শিশু মারা যাওয়া মানে খুবই দুঃখের। তবে মশা মারার জন্য তেল এবং ব্লিচিং আমরা প্রতিদিন সব জায়গায় দেওয়ার চেষ্টা করছি।’
