AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Quest Mall death: কোয়েস্ট মল-এ ভয়াবহ ঘটনা, ৭ তলা থেকে মরণঝাঁপ যুবকের

Quest Mall death: এই শপিং মলে রয়েছে একাধিক পোশাকের দোকান থেকে রেস্তোরাঁ। সেগুলিতে মানুষের ভিড় থাকে চোখে পড়ার মতো। অনেক রাত পর্যন্ত খোলা থাকে মল-এর একাধিক শোরুম। এই খবর শোনার পর অনেকেই মল-এর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন।

Quest Mall death: কোয়েস্ট মল-এ ভয়াবহ ঘটনা, ৭ তলা  থেকে মরণঝাঁপ যুবকের
কোয়েস্ট মলImage Credit: Facebook
| Edited By: | Updated on: Nov 03, 2023 | 6:03 AM
Share

কলকাতা: শহরের জনপ্রিয় শপিং মলগুলির মধ্যে অন্যতম পার্ক সার্কাসের কোয়েস্ট মল। প্রতিদিন বহু মানুষের সমাগম হয় এই মল-এ। সবার অলক্ষ্যে সেই মল-এর ৭ তলা থেকেই ঝাঁপ দিলেন এক যুবক। বৃহস্পতিবার রাতে এই ঘটনায় শিউরে ওঠেন মল-এ উপস্থিত মানুষজন। ৭ তলার পার্কিং লট থেকে এই যুবক ঝাঁপ দিয়েছেন বলে পুলিশ সূত্রে খবর। রাত ১০ টা নাগাদ ওই ঘটনা ঘটে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। যুবককে উদ্ধার করে কলকাতার ন্যাশনাল মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম আইমান রাউফ। বয়স ২২ বছর। তিনি কলকাতার কড়েয়া এলাকার ব্রড স্ট্রিটের বাসিন্দা বলে জানা গিয়েছে। যুবকের মৃত্যুর পরই তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। তবে মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, আত্মহত্যা করতে ওই যুবক নিজেই ঝাঁপ দেন সাত তলা থেকে। তবে এর পিছনে অন্য কোনও কারণ থাকতে পারে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

এই শপিং মলে রয়েছে একাধিক পোশাকের দোকান থেকে রেস্তোরাঁ। সেগুলিতে মানুষের ভিড় থাকে চোখে পড়ার মতো। অনেক রাত পর্যন্ত খোলা থাকে মল-এর একাধিক শোরুম। সেরকম একটি জায়গায় কীভাবে পার্কিং লট থেকে ওই যুবক ঝাঁপ দিলেন, তা এখনও স্পষ্ট নয়। এই ঘটনায় শপিং মল-এর নিরাপত্তা নিয়েও উঠেছে প্রশ্ন।