Engine disabled: লাইনে বিকল ইঞ্জিন, বুধবার শিয়ালদহে ট্রেন বিভ্রাটের জেরে নাকাল যাত্রীরা
Engine disabled: রেলসূত্রে খবর, গতকাল রাত্রি ৯টা ৪৫ মিনিট থেকে ইঞ্জিনটি বিকল হয়ে পড়েছিল। দ্রুত গতিতে সেই ইঞ্জিন মেরামত করার কাজ শুরু হয়। রাত্রি প্রায় ১০টা ৪৯ মিনিট নাগাদ ইঞ্জিনটি মেরামতির কাজ সম্পন্ন হয়। এরপর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
কলকাতা: ট্রেন বাতিলের জেরে যাত্রীদের প্রায়শই বিভিন্ন সমস্যার মধ্যে পড়তে হয়। মাঝে-মধ্যেই লাইনের কাজের জন্য ট্রেন বাতিল হয়ে থাকে। কিন্তু এবার আবার অন্য বিপত্তি। বুধবার রাত্রিবেলা শিয়ালদহ-দমদম জংশন সেকশনের কাঁকুড়গাছির কাছে একটি ডিজেল ইঞ্জিন বিকল হয়ে পড়েছিল। যার জেরে অবরুদ্ধ হয়ে পড়ে ডাউন লাইন। লোকাল ট্রেনগুলি একদিকে যেমন দাঁড়িয়ে পড়ে তেমনই মেল এক্সপ্রেস ট্রেনগুলির ছাড়ার সময়ও পিছিয়ে যায়।
রেলসূত্রে খবর, গতকাল রাত্রি ৯টা ৪৫ মিনিট থেকে ইঞ্জিনটি বিকল হয়ে পড়েছিল। দ্রুত গতিতে সেই ইঞ্জিন মেরামত করার কাজ শুরু হয়। রাত্রি প্রায় ১০টা ৪৯ মিনিট নাগাদ ইঞ্জিনটি মেরামতির কাজ সম্পন্ন হয়। এরপর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এ দিকে, ইঞ্জিন বিভ্রাটের জেরে ওই লাইনের আপ এবং ডাউন দুই লাইনের ট্রেন চলাচলের ব্যাঘাত ঘটে। লোকাল ট্রেনগুলি দাঁড়িয়ে থাকে। যেহেতু অনেক নিত্যযাত্রী সেই সময় অফিস বা নিজের-নিজের কাজের জায়গা থেকে ফেরেন। সেই কারণে অসুবিধার মধ্যে পড়তে হয় তাঁদের।
তবে শুধু লোকাল ট্রেন নয়, ইঞ্জিন বিকল হওয়ার জন্য দার্জিলিং মেল, গৌড় এক্সপ্রেস, আজমির এক্সপ্রেসও ছাড়তে দেরি করে। প্রায় ঘণ্টা খানেক পরে লাইন ক্লিয়ার হলে এক্সপ্রেসগুলি নিজ-নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়।