Kaikhali: কৈখালির ফ্ল্যাট যেন রক্ত নদীর ধারা, বাথরুমে মহিলার নগ্ন শরীর
Kaikhali: ফ্ল্যাটে ঢুকে পুলিশ দেখতে পান, বাথরুমের ভেতরে নগ্ন অবস্থায় পড়ে রয়েছেন ওই মহিলা। পুলিশ জানিয়েছে, ওই মহিলার হাতের শিরা কাটা ছিল। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
কলকাতা: দরজার নীচ থেকে বেরিয়ে আসছে চাপ চাপ রক্ত। দেখতে পেয়েছিলেন প্রতিবেশীরা। তাঁরাই থানায় খবর দেন। কৈখালিতে একটি বহুতল আবাসনের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় মাঝবয়সী এক মহিলার দেহ। এয়ারপোর্ট থানার পুলিশ ফ্ল্যাটের দরজা ভেঙে দেহটি উদ্ধার করেছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম রানি সুরানা।
বুধবার সকালে এয়ারপোর্ট থানায় একটি ফোন আসে। জানানো হয়, কৈখালির সংহতি পার্ক এলাকার একটি বাড়ির ভেতর থেকে চাপ চাপ রক্ত বেরিয়ে আসছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় এয়ারপোর্ট থানার পুলিশ। পুলিশ দেখে ফ্ল্যাটের দরজা ভিতর থেকেই বন্ধ ছিল। নীচ থেকে রক্ত বেরিয়ে আসছে। দরজায় কড়া নাড়ার চেষ্টা করেন পুলিশ কর্মীরা। কিন্তু দরজা হালকা করে ভেজানো ছিল। ঠেলা দিতেই দরজা খুলে যায়।
ফ্ল্যাটে ঢুকে পুলিশ দেখতে পান, বাথরুমের ভেতরে নগ্ন অবস্থায় পড়ে রয়েছেন ওই মহিলা। পুলিশ জানিয়েছে, ওই মহিলার হাতের শিরা কাটা ছিল। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বাড়ির মালিক রিশা রায়কে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে এয়ারপোর্ট থানায়।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, মঙ্গলবার রাতেই হাত কাটা অবস্থায় ওই মহিলা তিন তলায় বাড়িমালিকের ফ্ল্যাটে গিয়েছিলেন। তবে ঘটনার গুরুত্ব বুঝতে না পেরে তিনি পুলিশকে কোন কিছুই জানাননি রাতে। স্বাভাবিকভাবেই রহস্য দানা বাঁধছে রানি সুরানার মৃত্যু ঘিরে। প্রশ্ন উঠছে কেন বাড়ির মালিক রক্তাক্ত মহিলাকে দেখেও পুলিশকে খবর দিলেন না। তাঁর চিকিৎসারও ব্যবস্থা করেননি কেন? তদন্তে এয়ারপোর্ট থানার পুলিশ।