
প্রীতম দে “আমি সাইকেলে বাংলাদেশ ঘুরেছি তো, তাই খুব কাছ থেকে দেখেছি একুশের সৌধ। মিউজিয়াম। বঙ্গবন্ধুর ধানমন্ডির বাড়ি।” সাইকেলে বাংলাদেশে। অশান্ত বাংলাদেশ নয়, কয়েকমাস আগে ২১ শে ফেব্রুয়ারি ভাষা শহিদ দিবসে বাংলাদেশ গিয়েছিলেন কলকাতার ছেলে সোমনাথ বন্দ্যোপাধ্যায়। এর আগে কোথায় কোথায় গিয়েছেন সাইকেল আর বাইকে, চিন্তাও করতে পারবেন না। সোমনাথ ভ্রমণ পাগল। সোমনাথ অ্যাডভেঞ্চার প্রিয়। দু’চাকায় ভর দিয়ে অর্ধেক বিশ্ব ঘুরে নিয়েছেন। বাদ যায়নি করোনার সময়ও। কোভিড যখন সবে ছড়িয়ে পড়ছে তখনও তিনি সাইকেলে সওয়ার হয়ে ভিনদেশের পথে পথে। থাইল্যান্ডের ফুকেট, সুরাত থানি, কো সামুই, কো ফাঙ্গান, কো তাও, থাইল্যান্ডের বিখ্যাত দ্বীপ...