Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ভবানীপুরে প্রার্থী দিচ্ছে না কংগ্রেস, মমতার প্রতিদ্বন্দ্বীর খোঁজে বৈঠক সিপিএমের!

Bhawanipur: আগাগোড়াই ভবানীপুরে (Bhwanipur) প্রার্থী দিতে ব্যক্তিগত ভাবে অনাগ্রহী ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Adhir Chowdhury)। কংগ্রেস যদি একান্তই প্রার্থী না দেয়, সে ক্ষেত্রে সিপিএম প্রার্থী দিতে পারে, এমন সম্ভাবনাও তৈরি হয়েছিল।

ভবানীপুরে প্রার্থী দিচ্ছে না কংগ্রেস, মমতার প্রতিদ্বন্দ্বীর খোঁজে বৈঠক সিপিএমের!
মমতাকে তোপ অধীরের, ফাইল চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Sep 07, 2021 | 11:23 PM

কলকাতা: আগাগোড়াই ভবানীপুরে (Bhwanipur) প্রার্থী দিতে ব্যক্তিগত ভাবে অনাগ্রহী ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Adhir Chowdhury)। কংগ্রেস যদি একান্তই প্রার্থী না দেয়, সে ক্ষেত্রে সিপিএম প্রার্থী দিতে পারে, এমন সম্ভাবনাও তৈরি হয়েছিল। কিন্তু সোমবার প্রদেশ কংগ্রেস ভবনে এক সাংবাদিক বৈঠক করে অধীর জানিয়ে দেন, ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে কংগ্রেস প্রার্থী দিচ্ছে। ২৪ ঘণ্টার মধ্যে ফের বদল হল সিদ্ধান্ত! ভবানীপুরে লড়ছে না কংগ্রেস।

বুধবার প্রদেশ কংগ্রেস সভাপতি জানালেন, তৃণমূল নেত্রীর বিরুদ্ধে প্রার্থী দিলে আখেরে বিজেপিকেই সুযোগ করে দেওয়া হবে। তাই মমতার বিরুদ্ধে প্রার্থী দিচ্ছেন না তাঁরা। এটাই চূড়ান্ত সিদ্ধান্ত বলে জানালেন অধীর। তাঁর কথায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী দেওয়া মানে পরোক্ষ ভাবে হলেও বিজেপিকে সুযোগ করে দেওয়া। সাংবাদিক বৈঠকে অধীর বলেন, বিজেপিকে আলাদা ভাবে সুযোগ যাতে না করে দেওয়া হয়, তাই এই সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। এদিকে কংগ্রেসের এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসতেই একুশের ভোটে তাদের জোট শরিক সিপিএম জানাল, ভবানীপুরে প্রার্থী দেবে তারা। এ নিয়ে এদিন বাম শরিকদের সঙ্গে বৈঠকও করে ফেলেছেন সিপিএম নেতৃত্ব।

ভবানীপুরে কংগ্রেস প্রার্থী না দেওয়ায় মমতার বিরুদ্ধে মুখ খুঁজছে সিপিএম। এদিন বৈঠকের পরও কোনও মুখ নেই চূড়ান্ত সিদ্ধান্ত তাঁরা নিতে পারেননি। তবে এদিনের বৈঠকে একাংশ জানিয়েছেন, মমতার বিরুদ্ধে যিনি ভবানীপুরের প্রার্থী হবেন, তিনি বামপন্থী হি সাবে পরিচিত হলেও কোনও নির্দিষ্ট রাজনৈতিক দলের সদস্য নন, এমন একজনকে প্রার্থী করা হোক। যদিও এ নিয়ে বাম শরিকদের সঙ্গে মতান্তর তৈরি হয়েছে সিপিএমের। কোনও তরুণ মুখ নিয়ে আসার ক্ষেত্রে তাঁরা বেশি জোর দিচ্ছেন। তবে বুধবার এ নিয়ে আবার রাজ্য সম্পাদকমণ্ডলীর বৈঠক হবে। সেখানে ঠিক হবে ভবানীপুরে মমতার বিরুদ্ধে প্রার্থী কে হবেন।

এদিকে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী নয় এবং প্রচারও করা হবে না বলে প্রদেশ কংগ্রেস সভাপতি জানানোর পর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে তৃণমূল। তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় বলেন, কংগ্রেসের এই সিদ্ধান্তকে স্বাগত। বিজেপিকে ঠেকাতে বিরোধীদের জোটবদ্ধ হওয়া দরকার।

অন্যদিকে মঙ্গলবারই রাজ্য বিজেপি ভবানীপুরের প্রার্থী হিসাবে তরফে বেশ কয়েকটি নাম পাঠিয়েছে দিল্লিতে। শোনা যাচ্ছে ফের রুদ্রনীল ঘোষ হতে পারেন ভবানীপুরের প্রার্থী। অথবা, কলকাতা পুরসভার প্রাক্তন কাউন্সিলর তিস্তা দাস বিশ্বাসের নামও ভেসে উঠছে।

উল্লেখ্য, একুশের বিধানসভা নির্বাচনে ভবানীপুরে বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষকে ২৮ হাজারের বেশি ভোটে হারিয়েছিলেন তৃণমূলের শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি পতদ্যাগ করার পর এবার সেখানে প্রার্থী মুখ্যমন্ত্রী স্বয়ং। তাঁকে রেকর্ড ভোটে জেতানোর লক্ষ্য নিয়েই মাঠে নেমেছে শাসক দল। আরও পড়ুন: ‘বেঁকে বসলেন প্রার্থী’, সমশেরগঞ্জে ‘না’ হলেও মমতার বিরুদ্ধে কোমর বাঁধছে কংগ্রেস