AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Abhijit Sarkar: হুমকির অভিযোগ আসতেই অভিজিৎ সরকার খুনের মামলায় ফের তদন্তকারী অফিসার বদল

Abhijit Sarkar: প্রথমে এই মামলার তদন্ত করছিলেন ডিএসপি র‌্যাঙ্কের অফিসার অজয় কুমার। তাঁকে সরিয়ে তাঁর জায়গায় নিয়ে আসা হয়েছিল এস গায়েনকে। তিনি সিবিআই-এর অ্যাডিশন্যাল এসপি র‌্যাঙ্কের অফিসার ছিলেন।

Abhijit Sarkar: হুমকির অভিযোগ আসতেই অভিজিৎ সরকার খুনের মামলায় ফের তদন্তকারী অফিসার বদল
অভিজিৎ সরকার (ফাইল ছবি)
| Edited By: | Updated on: Mar 01, 2023 | 12:47 PM
Share

কলকাতা: কাঁকুরগাছির নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের মামলায় ফের তদন্তকারী অফিসার বদল। নতুন অফিসার হলেন ডিএসপি বিবেক রঞ্জন রায়। এই নিয়ে ২ বার তদন্তকারী অফিসার বদল হল। আগে এই মামলায় তদন্তকারী অফিসার ছিলেন এস গায়েন। সাক্ষ্যগ্রহণের আগে অভিজিতের মাকে হুমকির ঘটনার তদন্তও করবেন নতুন অফিসার বিবেক রায়। একই সঙ্গে এই খুনের মামলার পরবর্তী তদন্তও তিনি করবেন। এর আগে এপ্রিল মাসে বিজেপি কর্মী খুনে তদন্তকারী অফিসার বদল করা হয়েছিল। প্রথমে এই মামলার তদন্ত করছিলেন ডিএসপি র‌্যাঙ্কের অফিসার অজয় কুমার। তাঁর জায়গায় স্থলাভিষিক্ত হন এস গায়েন। তিনি সিবিআই-এর অ্যাডিশন্যাল এসপি র‌্যাঙ্কের অফিসার ছিলেন।

ভোট পরবর্তী হিংসার মামলার মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা হল অভিজিৎ সরকার খুনের মামলা। কাঁকুরগাছিতে তাঁর বাড়ির অদূরেই তাঁকে পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ। এই মামলায় শাসকদলের একাধিক নেতার বিরুদ্ধে অভিযোগ ওঠে। হাইকোর্ট এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেয়। তদন্তে নেমে সিবিআই ২০ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। তাদের মধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়। তবে এখনও বেশ কয়েকজন অধরা। তাদের নামে পুরস্কারও ঘোষণা করে আদালত। এই মামলাটি চলতে চলতেই আইনজীবী বদল করা হয়। বদল করা হয় তদন্তকারী অফিসারও।

উল্লেখ্য, সিবিআই-এর তদন্তের গতিপ্রকৃতি নিয়ে প্রশ্ন তোলেন অভিজিৎ সরকারের দাদা। চলতি সপ্তাহের শুরুতেই অভিজিতের মা ও দাদাকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। মামলা প্রত্যাহার না করলে খুন করা হবে বলে হুমকি দেওয়া হয়। সোমবার শিয়ালদহ আদালতে অভিজিতের মায়ের সাক্ষ্য দেওয়ার কথা ছিল। অভিযোগ ওঠে, তার আগেই শনিবার ও রবিবার তাঁদের বাড়িতে কয়েকজন গুন্ডা গিয়ে হুমকি দেয়। মঙ্গলবার আদালতে ঢোকার মুখেই অসুস্থ হয়ে পড়েন অভিজিতের মা।

এরপর নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অভিজিতের মা ও দাদা। বিচারপতি মান্থার এজলাসে এই মামলার পরবর্তী শুনানি হবে।