AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Abhishek Banerjee on Congress: কংগ্রেসকে ভুল-ত্রুটি শুধরে নেওয়ার পরামর্শ অভিষেকের

Abhishek Banerjee on Congress: এ দিন অভিষেক বলেছেন, "রাজ্য কংগ্রেসের প্রদেশ নেতৃত্ব রয়েছে তাঁরা আত্মতুষ্টিতে ভুগছেন। যোগ্যদের সুযোগ না করে দিয়ে লাইম লাইটে থাকার মরিয়া চেষ্টা করেন তাঁরা। এই নীতির বাইরে কংগ্রেসের স্থানীয় বা প্রদেশ নেতাদের বেরতে হবে।" এই কথা বলতে গিয়ে নিজের দলের প্রসঙ্গও টানেন অভিষেক। তুলে ধরেন সাগরদিঘির উদাহরণ।

Abhishek Banerjee on Congress: কংগ্রেসকে ভুল-ত্রুটি শুধরে নেওয়ার পরামর্শ অভিষেকের
অভিষেক বন্দ্যোপাধ্যায়Image Credit: Facebook
| Edited By: | Updated on: Dec 04, 2023 | 4:44 PM
Share

কলকাতা: চার রাজ্যে নির্বাচনের ফলাফল বের হতেই রাজ্যে চনমনে বিজেপি। তিন রাজ্যে জেতার পর আজ কলকাতায় মিষ্টি বিলি তাঁদের। তবে কংগ্রেসের এই শোচনীয় পরাজয়ের কাটা-ছেঁড়া করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কী কারণে কংগ্রেসের এই শোচনীয় ‘দশা’ তাও এ দিন তুলে ধরেন তৃণমূল সাংসদ। একই সঙ্গে কংগ্রেসের প্রদেশ নেতৃত্বকে একহাত নেন তৃণমূল ‘সেনাপতি’।

এ দিন অভিষেক বলেছেন, “রাজ্য কংগ্রেসের প্রদেশ নেতৃত্ব রয়েছেন, তাঁরা আত্মতুষ্টিতে ভুগছেন। যোগ্যদের সুযোগ না করে দিয়ে লাইম লাইটে থাকার মরিয়া চেষ্টা করেন তাঁরা। এই নীতির বাইরে কংগ্রেসের স্থানীয় বা প্রদেশ নেতাদের বেরতে হবে।” এই কথা বলতে গিয়ে নিজের দলের প্রসঙ্গও টানেন অভিষেক। তুলে ধরেন সাগরদিঘির উদাহরণ। উপনির্বাচনের হারের পর সেখানে কী কী সমস্যা হয়েছে, কেন এই ফলাফল, বারংবার সেখানকার মানুষদের সঙ্গে কথাবার্তা সবই খতিয়ে দেখেছে তৃণমূল।

আজ কংগ্রেসকেও একই পরামর্শ দিয়েছেন অভিষেক। বলেছেন, “পরাজিতদের বলব, ভুল সংশোধন করে পরবর্তী সময়ে আরও শক্তিশালী হয়ে লড়াই করতে হবে।” অভিষেকের কথায়, “আমরা প্রথম দিন থেকে বলছি যে যেখানে শক্তিশালী তাঁকে সেখান থেকে লড়ার সুযোগ করে দেওয়া হোক।” গতকালের ফলাফল প্রসঙ্গে অভিষেকের মত যদি কংগ্রেস নিজেদের ভুল সংশোধন করত তাহলে এই ফলাফল হত না। তিনি বলেছেন, “রাজস্থানে ২ শতাংশে হেরেছে। মতানৈক্য আগে শুধরে নিলে এমনটা হত না।”