কলকাতা: আরজি কর-কাণ্ডে সঞ্জয় রাইয়ের সাজায় সন্তুষ্ট হতে পারেনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। ঘনিষ্ঠ মহলে তিনি প্রতিক্রিয়া দিয়ে জানিয়েছেন, এই ধরনের অপরাধীকে জেলে রেখে সরকারের টাকা খরচের যুক্তি নেই।
সূত্রের খবর, অভিষেক বলেছেন, “এমন নৃশংস অপরাধে মৃত্যুদণ্ডের সাজাই হওয়া উচিত।” শুধু তাই নয়, ঘনিষ্ঠ মহলে অভিষেক এও জানিয়েছেন, “সম্প্রতি রাজ্যে ধর্ষণ-খুনে মৃত্যুদণ্ডের সাজা হয়েছে। পুলিশ সঠিকভাবে মামলা সাজানোর কারণেই ধর্ষকরা সাজা পেয়েছে।” অর্থাৎ, পুলিশি তদন্তের উপরেই আস্থা অভিষেকের সেকথাই বললেন তিনি।
অপরদিকে, আজ আবার মুখ্যমন্ত্রী বলেছেন, “এই ধরনের নরপিশাচদের চরমতম শাস্তি হওয়া উচিত। ফাঁসি হলে মনকে সান্ত্বনা দিতে পারতাম। আপনারা দেখেছেন আমরা ৫৪ থেকে ৬০ দিনের মধ্যে ফাঁসির অর্ডার করিয়ে দিয়েছি। এই কেসে আমাদের ফাঁসির দাবি সকলের ছিল। সেক্ষেত্রে বিচারের রায় নিয়ে কিছু বলব না। আমাদের হাতে কেস থাকলে অনেকদিন আগেই ফাঁসির অর্ডার করিয়ে দিতে পারতাম। প্রথম দিন থেকেই ফাঁসি চেয়েছি।”