AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Abhisekh Banerjee On Tripura By-Polls : ‘মানুষের রায়ের প্রকৃত প্রতিফলন নয়,’ ত্রিপুরায় তৃণমূলের ফলাফল নিয়ে জানালেন অভিষেক

Tripura Bypolls : ত্রিপুরাতে উপনির্বাচনে একটি আসনেও খাতা খুলতে পারেনি তৃণমূল। এদিন কলকাতা বিমানবন্দরে এই নিয়ে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'মানুষ যা রায় দিয়েছে তা আমরা মাথা পেতে নিয়েছি।'

Abhisekh Banerjee On Tripura By-Polls : 'মানুষের রায়ের প্রকৃত প্রতিফলন নয়,' ত্রিপুরায় তৃণমূলের ফলাফল নিয়ে জানালেন অভিষেক
নিজস্ব ছবি
| Edited By: | Updated on: Jun 26, 2022 | 7:53 PM
Share

কলকাতা : ত্রিপুরায় চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে রবিবার। চার বিধানসভা কেন্দ্রের তিনটিতেই জয় পেয়েছে বিজেপি। আর আগরতলা বিধানসভা কেন্দ্রে জয় পেয়েছে বিজেপি থেকে বেরিয়ে আসা কংগ্রেসের সুদীপ রায় বর্মন। ত্রিপুরা নিয়ে আশাবাদী তৃণমূলের চারটি আসনেই বাজেয়াপ্ত হয়েছে জামানত। এদিন তৃণমূলের সেই হার স্বীকার করে নিলেন তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন কলকাতা বিমান বন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বলেছেন, ‘মানুষ যা রায় দিয়েছে তা আমরা মাথা পেতে নিয়েছি।’ পাশাপাশি দলের এই ফলাফলের পিছনে ভোট লুঠকেই দায়ী করেছেন তৃণমূল নেতা।

তিনি এদিন বলেছেন, ‘ভোটের দিন গুন্ডামি, লুঠপাট ও ভোটের নামে প্রহসন চলেছে। সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা সংবাদ সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হয়েছেন, আপনাদের ক্যামেরায় ভুয়ো ভোটার ধরা পড়েছে, বুথে এজেন্টকে বসতে দেওয়া হয়নি, প্রার্থীরা আক্রান্ত হয়েছেন।’ তিনি এদিন জানিয়েছেন যে, আজকের ফলাফল মানুষের প্রকৃত রায়ের প্রতিফলন নয়। তিনি বলেছেন, ‘গণতন্ত্রে গণদেবতাই আসল, মানুষ যা রায় দিয়েছেন তা আমরা মাথা পেতে নেব।’ এর পাশাপাশি তিনি এই ফলাফলেও লড়াই থামিয়ে না দেওয়ার বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ‘যাঁরা তৃণমূলে কংগ্রেসে ভোট দিয়েছেন বা দেননি তাঁদের দাবিদাওয়া নিয়ে কাজ করতে আগামিদিনে বদ্ধপরিকর। যতদিন না ত্রিপুরায় গণতন্ত্র প্রতিষ্ঠা হচ্ছে ততদিন তৃণমূল একচুল জমি ছাড়বে না। যে মানসিকতা নিয়ে আমরা লড়াই শুরু করেছিলাম সেই মানসিকতা নিয়েই আগামিদিনে আপনার স্বার্থে লড়ব।’

প্রসঙ্গত, ২৪ এর লোকসভা নির্বাচনের লক্ষ্যে তৃণমূল কংগ্রেস ছোটো রাজ্যগুলিতে নিজেদের শক্তি বাড়াতে উঠে-পড়ে লেগেছে। ত্রিপুরায় গত পৌরসভা নির্বাচনেও তৃণমূল কোমর বেঁধে নেমেছিল। কিন্তু আশানুরূপ ফল করতে পারেনি। এবারও খালি হাতেই ফিরতে হল তৃণমূল কংগ্রেসকে। চারটি কেন্দ্রের মধ্যে একটি কেন্দ্রেও হাজারের গন্ডি পার করতে ব্যর্থ হয়েছে তৃণমূল কংগ্রেস।