Abhishek Banerjee: ফিরে এসেও ‘রাজত্ব’ ফিরে পাচ্ছেন না কেষ্ট! কে চালাবে বীরভূম, ঠিক করে দিলেন অভিষেক

Abhishek Banerjee: ঘনিষ্ঠ মহলে অভিষেক জানিয়েছেন, জয়ের ধারা অব্যাহত রাখতে দায়িত্ব ও ক্ষমতা কমিটির হাতে দিতে চান তিনি। এটা তাঁর ব্যক্তিগত মত। দলকে বিষয়টা তিনি জানাবেন।

Abhishek Banerjee: ফিরে এসেও 'রাজত্ব' ফিরে পাচ্ছেন না কেষ্ট! কে চালাবে বীরভূম, ঠিক করে দিলেন অভিষেক
Follow Us:
| Edited By: | Updated on: Nov 07, 2024 | 7:58 PM

কলকাতা: বীরভূমে ফিরেছেন অনুব্রত মণ্ডল। দলীয় অনুষ্ঠান থেকে বিজয়া সম্মেলনী, সব মঞ্চেই তাঁর উপস্থিতি চোখে পড়ছে। জেলার আর এক নেতা কাজল শেখকে কেন তাঁর পাশে দেখা যাচ্ছে না, এই নিয়েও জল্পনা বাড়ছে। অনুব্রতর অনুপস্থিতিতে যে কোর কমিটি তৈরি হয়েছিল, তাদের হাতেই কি থাকবে ক্ষমতা? নাকি আবারও একচ্ছত্র ক্ষমতার অধিপতি হবেন কেষ্ট মণ্ডল? এই জল্পনার মাঝেই শোনা যাচ্ছে, বীরভূমের সংগঠনে বিশেষ নজর দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, অভিষেক ঘনিষ্ঠ মহলে বলেছেন, তিনি চান কোর কমিটির হাতেই থাকুক বীরভূম জেলার সংগঠন। তিনি মনে করছেন, কোর কমিটির তত্ত্বাবধানে ভোটের ফলাফল ভাল হয়েছে। তাই কোর কমিটির হাতেই থাক ক্ষমতা। আর জেলা সভাপতি হিসেবে অনুব্রত মণ্ডল কোর কমিটিকে সঙ্গে নিয়েই চলুন, এমনটাই চান তিনি।

ঘনিষ্ঠ মহলে অভিষেক জানিয়েছেন, জয়ের ধারা অব্যাহত রাখতে দায়িত্ব ও ক্ষমতা কমিটির হাতে দিতে চান তিনি। এটা তাঁর ব্যক্তিগত মত। দলকে বিষয়টা তিনি জানাবেন। গরু পাচার মামলায় অনুব্রত তিহাড় জেলে যাওয়ার পর দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোর কমিটি গড়ে দিয়েছিলেন। তিহাড় থেকে জেলায় ফেরার পর কোর কমিটি বনাম অনুব্রত লড়াইয়ের ইঙ্গিত পেয়েছেন কেউ কেউ। তাতেও হস্তক্ষেপ করতে হয় মমতাকে। এবার সেই বিষয়ে নীরবতা ভাঙলেন অভিষেক।