AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Maa Flyover: চিংড়িহাটার কাছে মা ফ্লাইওভারে দুর্ঘটনা, দুমড়ে-মুচড়ে গেল শাটল

Maa Flyover: যেহেতু আজ মঙ্গলবার, অফিস-স্কুলের দিন। সেই কারণে অন্যান্য দিনের মতোই ব্যস্ত ছিল মা উড়ালপুল। জানা গিয়েছে, সকাল সাড়ে ন'টা নাগাদ একটি শাটল ট্রাভেলার গাড়ি আসছিল পার্ক সার্কাস থেকে চিংড়িঘাটা যাওয়ার রাস্তার দিক থেকে। গাড়ির গতিবেগ এতটাই বেশি ছিল যে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে লাইট পোস্টে।

Maa Flyover: চিংড়িহাটার কাছে মা ফ্লাইওভারে দুর্ঘটনা, দুমড়ে-মুচড়ে গেল শাটল
মা ফ্লাইওভারে দুর্ঘটনাImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jan 30, 2024 | 10:56 AM
Share

কলকাতা: ফের দুর্ঘটনা মা উড়ালপুলে। মঙ্গলবার সাত সকালে একটি বড় ট্রাভেলার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে লাইট পোস্টে। যার গাড়ির ডানদিকের অংশ দুমড়ে মুচড়ে যায়। অফিস টাইমে এই ঘটনা ঘটনায় অল্প-বিস্তর যানজটের সৃষ্টি হয়।

যেহেতু আজ মঙ্গলবার, অফিস-স্কুলের দিন। সেই কারণে অন্যান্য দিনের মতোই ব্যস্ত ছিল মা উড়ালপুল। জানা গিয়েছে, সকাল সাড়ে ন’টা নাগাদ একটি শাটল ট্রাভেলার গাড়ি আসছিল পার্ক সার্কাস থেকে চিংড়িঘাটা যাওয়ার রাস্তার দিক থেকে। গাড়ির গতিবেগ এতটাই বেশি ছিল যে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে লাইট পোস্টে। গাড়ির ডানদিকে অংশ দুমড়ে মুচড়ে যায়। দ্রুত গতিতে থাকার কারণেই এই দুর্ঘটনা বলে পুলিশের প্রাথমিক অনুমান।

জানা গিয়েছে, গাড়িটির গতিবেগ এতটাই বেশি ছিল যে মা ফ্লাইওভারের দুটি লেনের মধ্যেখানে যে ফুটপাতে উঠে যায় সেটি। ছড়িয়ে-ছিটিয়ে যায় গাড়ির ধ্বংসাবশেষ ও বাতিস্তম্ভের কিছু অংশ। মঙ্গলবার অফিস টাইমে এই দুর্ঘটনার ফলে বেশ কিছু সময়ের জন্য ব্যাহত হয় যান চলাচল, সৃষ্টি হয় যানজট। যদিও এই ঘটনায় আহতের কোনো খবর নেই। প্রসঙ্গত, মা ফ্লাইওভারে দুর্ঘটনার ঘটনা নতুন নয়। গত বছরই মৃত্যু হয় এক ছাত্রর। আহত হন আরও চারজন। এমনকী, এই উড়ালপুলে চিনা মাঞ্জায় যাতায়াত করতে গিয়ে দুর্ঘটনার শিকার হতে হয় অনেককেই। কারোর নাক কেটে যায়। কখনও আবার কারোর গলা পর্যন্ত কেটে যায়।