Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dilip and Sourav: ভোট আসছে… ছবি পোস্ট করে নেটিজেনদের ‘সম্ভাব্য সংলাপ’ লেখার দায়িত্ব দিলেন রুদ্রনীল

Dilip and Sourav: রুদ্রনীলের শেয়ার করা ছবি নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে। একসময় সৌরভের রাজনীতিতে যোগ নিয়ে নানা জল্পনা শুরু হয়েছিল। একুশের বিধানসভা নির্বাচনের আগে সৌরভের বিজেপিতে যোগ নিয়েও জল্পনা বেড়েছিল।

Dilip and Sourav: ভোট আসছে... ছবি পোস্ট করে নেটিজেনদের 'সম্ভাব্য সংলাপ' লেখার দায়িত্ব দিলেন রুদ্রনীল
সৌরভ গঙ্গোপাধ্যায় ও দিলীপ ঘোষImage Credit source: Facebook
Follow Us:
| Updated on: Mar 23, 2025 | 5:49 PM

কলকাতা: একটা ছবি। তাতে দুই ক্ষেত্রের দুই উজ্জ্বল ব্যক্তিত্ব। আর সেই ছবির উপরে এক লাইনের একটি ক্যাপশন। অবশ্য প্রশ্ন বলাই ভাল। সোশ্যাল মিডিয়ায় অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষের শেয়ার করা ওই ছবিকে কেন্দ্র করেই নানা জল্পনা শুরু হয়েছে। কারণ, ছবির দুই উজ্জ্বল ব্যক্তিত্বের একজন সৌরভ গঙ্গোপাধ্যায়। আর অন্যজন দিলীপ ঘোষ। সৌরভের সঙ্গে তাঁর ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন দিলীপ ঘোষও।

রবিবার সৌরভ ও দিলীপের মুখোমুখি দাঁড়িয়ে থাকা একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন রুদ্রনীল ঘোষ। ছবিতে দেখা যাচ্ছে, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় কোনও কিছু নিয়ে আলোচনা করছেন। পরস্পরের দিকে তাকিয়ে রয়েছেন দু’জনে। সৌরভের নিজের ডান হাত তাঁর বুকে রেখে কিছু বলছেন। তাঁর বাম হাত দিলীপ ঘোষের পিঠে। আর দিলীপ ঘোষ তাঁর ডান হাত কিছুটা তুলে কিছু বলছেন। ছবিটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে রুদ্রনীল লিখেছেন, “সম্ভাব্য সংলাপ কী হতে পারে?”

এই খবরটিও পড়ুন

রুদ্রনীলের শেয়ার করা ছবি নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে। একসময় সৌরভের রাজনীতিতে যোগ নিয়ে নানা জল্পনা শুরু হয়েছিল। একুশের বিধানসভা নির্বাচনের আগে সৌরভের বিজেপিতে যোগ নিয়েও জল্পনা বাড়ে। তখন বিসিসিআই সভাপতি ছিলেন সৌরভ। সেইসময় বাংলা সফরে এসে সৌরভের বাড়িতে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে জল্পনা আর বাস্তব রূপ নেয়নি। বিজেপিতে যোগ দেননি সৌরভ। কোনও দলেই যোগ না দিলেও বর্তমানে রাজ্যের শাসকদল তৃণমূলের সঙ্গে প্রাক্তন ভারত অধিনায়কের সখ্য নিয়ে নানা আলোচনা হয়।

সৌরভের সঙ্গে তাঁর ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন দিলীপ ঘোষও। গতকাল ইডেনে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ ছিল। সেই ম্যাচ দেখতে গিয়েছিলেন দিলীপ। সোশ্যাল মিডিয়ায় সৌরভের সঙ্গে ছবি দিয়ে দিলীপ লিখেছেন, “ইডেন গার্ডেন্সে ক্রিকেটের মহারাজা সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। ফুটবল-প্রেমী বাঙালিকে ক্রিকেটের সঙ্গে বন্ধুত্ব করিয়ে, ভারতকে বিশ্ব ক্রিকেটের সিংহাসনে বসানোয় তাঁর অবদান অনস্বীকার্য।”