Adhir Chowdhury: ‘রাজ্যকে দুর্নীতিশ্রী পুরস্কার দেওয়া উচিত’, এসএসসি নিয়ে খোঁচা অধীরের
SSC Recruitment Case: অধীর বাবু আরও বলেন, "পশ্চিমবঙ্গে চাকরি পেতে গেলে কোটি কোটি টাকা দিতে হয়। একের পর এক সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হচ্ছে এই ধরনের নিয়োগ পরীক্ষা। এখানে প্রশাসনের উপরে আদালতের কোনও ভরসা নেই। এখানে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি প্রবেশ করে গিয়েছে।"
কলকাতা : এসএসসি নিয়োগ দুর্নীতি (SSC Recruitment Case) নিয়ে এখন সরগরম রাজ্য রাজনীতি। এবার রাজ্যের শাসক দলকে একহাত নিলেন অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। অধীর চৌধুরীর বক্তব্য, “গোটা রাজ্য দুর্নীতির উপরে দাঁড়িয়ে আছে। এই রাজ্যকে ‘দুর্নীতিশ্রী’ পুরস্কার দেওয়া উচিত। এখানে যোগ্যতা অনুযায়ী বিচার হয় না। এখানে দালালি অনুযায়ী বিচার হয়।” উল্লেখ্য, রাজ্যে এসএসসি নিয়োগে দুর্নীতির অভিযোগে সিবিআই অনুসন্ধানের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সিবিআই গোয়েন্দারা ইতিমধ্যেই প্রাক্তন এসএসসি কর্তাদের জিজ্ঞাসাবাদ করছেন। বিরোধীরা অভিযোগ করছে, এসএসসি নিয়োগের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি জড়িয়ে রয়েছে। রাজ্যের শাসক দলের উপর ক্রমেই চাপ বাড়ছে নিয়োগ দুর্নীতির অভিযোগে। এবার সেই অস্বস্তি আরও কিছুটা বাড়িয়ে দিলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী।
অধীর বাবু আরও বলেন, “পশ্চিমবঙ্গে চাকরি পেতে গেলে কোটি কোটি টাকা দিতে হয়। একের পর এক সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হচ্ছে এই ধরনের নিয়োগ পরীক্ষা। এখানে প্রশাসনের উপরে আদালতের কোনও ভরসা নেই। এখানে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি প্রবেশ করে গিয়েছে। এখানকার প্রশাসন আড়াআড়ি ভাবে ভাগ হয়ে গিয়েছে। প্রশাসন এবং সরকার মিশে গিয়েছে।”
উল্লেখ্য, সাম্প্রতিককালে এসএসসি নিয়োগে দুর্নীতি প্রসঙ্গে কার্যত মুখ পুড়েছে রাজ্যের শাসক দলের। এসএসসি কর্তাদের বার বার ডেকে পাঠানো হচ্ছে নিজাম প্যালেসে। এদিকে সোমবারই এসএসসি কাণ্ডে রিপোর্ট পেশ করেছে তদন্ত কমিটি। তাতে উল্লেখ করা হয়েছে, প্যানেলে ৬০৯ জনের র্যাঙ্ক বদলানো হয়েছে। ওই ৬০৯ জন পাশ না করলেও, চাকরি পেয়ে গিয়েছেন। এমনটাই দাবি করা হয়েছে রিপোর্টে। এসএসসি দুর্নীতিতে ওই তদন্ত কমিটির রিপোর্টে নাম রয়েছে রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়েরও। এই সবের মধ্যে এমনিতেই অস্বস্তি বাড়ছে রাজ্যের শাসক দলের। এবার সেই অস্বস্তি আরও বাড়িয়ে দিলেন অধীর চৌধুরী।
আরও পড়ুন : Mukul Roy: মুকুল কি বিজেপিতেই? বিধানসভার অধ্যক্ষকে রায় পুনর্বিবেচনার নির্দেশ হাইকোর্টের