Asian Development Bank: আমফান-ইয়াসে ক্ষতিগ্রস্ত সুন্দরবনকে ঢেলে সাজানোর ভাবনা, ঋণের সন্ধানে গুরুত্বপূর্ণ বৈঠক নবান্নে

Nabanna : রাজ্যের তরফে সোমবারের বৈঠকে জোর দেওয়া হয়েছে সুন্দরবন নিয়ে কয়েকটি প্রকল্পের উপর। এর পাশাপাশি বিদ্যুৎ বণ্টন এবং নিকাশি ব্যবস্থা নিয়ে কয়েকটি প্রকল্পের বিষয়েও আলোচনা হয়েছে আজকের বৈঠকে। সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে।

Asian Development Bank: আমফান-ইয়াসে ক্ষতিগ্রস্ত সুন্দরবনকে ঢেলে সাজানোর ভাবনা, ঋণের সন্ধানে গুরুত্বপূর্ণ বৈঠক নবান্নে
সুন্দরবনে বিভিন্ন সংস্কারের ভাবনা রাজ্যের
Follow Us:
| Edited By: | Updated on: Apr 12, 2022 | 1:15 AM

কলকাতা : রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য ঋণ চাইছে রাজ্য সরকার (West Bengal Governement)। এই নিয়ে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের  (Asian Development Bank) প্রতিনিধিদের সঙ্গে বৈঠকও হয়েছে সোমবার। সোমবার দুপুরে নবান্নে গিয়েছিলেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের প্রতিনিধিরা। সেখানেই ব্যাঙ্কের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। নবান্ন সূত্রে খবর, আলোচনা ইতিবাচক হয়েছে। আগামী দিনে আবারও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের প্রতিনিধিরা বৈঠকে বসবেন রাজ্যের সঙ্গে। জানা গিয়েছে, বৈঠকে রাজ্যকে প্রজেক্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে এডিবি। ওই প্রজেক্ট জমা পড়লে, তারপর ব্যাঙ্কের তরফে চূড়ান্তভাবে জানানো হবে, রাজ্যকে কত টাকা ঋণ দেওয়া যাবে। রাজ্যের তরফে সোমবারের বৈঠকে জোর দেওয়া হয়েছে সুন্দরবন নিয়ে কয়েকটি প্রকল্পের উপর। এর পাশাপাশি বিদ্যুৎ বণ্টন এবং নিকাশি ব্যবস্থা নিয়ে কয়েকটি প্রকল্পের বিষয়েও আলোচনা হয়েছে আজকের বৈঠকে। সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে।

নবান্ন সূত্রে খবর, নিকাশি ব্যবস্থা ক্ষেত্রে আরও সংস্কারের চিন্তা ভাবনা করছে রাজ্য সরকার। আর এর জন্য রাজ্য সরকার টাকা চাইছে এডিবির থেকে। পাশাপাশি বিদ্যুৎ বণ্টন ব্যবস্থাকে আরও সংস্কার করার জন্যও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের থেকে ঋণ চায় রাজ্য। বৈঠকের পর দ্রুত রাজ্যকে প্রজেক্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের প্রতিনিধিরা। সোমবারের বৈঠকে রাজ্যের তরফে একাধিক প্রকল্প নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেওয়া হয় এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের প্রতিনিধিদের সামনে। সুন্দরবন, নগরায়ন, গ্রামীণ এলাকায় জল পৌঁছে দেওয়া, বিদ্যুৎ প্রকল্প ও শিল্প তালুক এই পাঁচটি বিষয় নিয়ে বিস্তারিত পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ব্যাঙ্কের প্রতিনিধিদের সামনে দেখানো হয়।

উল্লেখ্য, আমফান এবং ইয়াসের জেরে সুন্দরবনের একাধিক এলাকা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যাঙ্কের প্রতিনিধিদের কাছে এই বিষয়টি তুলে ধরা হয়েছে রাজ্যের তরফে। পাশাপাশি আরও চারটি বিষয়ের জন্য আর্থিক অনুদান চেয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেখান রাজ্যের সচিবরা। এর পাশাপাশি সোমবার বিকেলে সেচ দফতরের প্রধান সচিব এবং নগরোন্নয়ন দফতরে প্রধান সচিবের সঙ্গে পৃথক করে বৈঠক করবেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের প্রতিনিধিরা।

আরও পড়ুন : Anubrata Mondal In SSKM: পাঁচ দিন ধরে SSKM-এ পড়ে, এখনও হাসপাতালে গিয়ে দলের ‘বাহুবলী’ নেতার খোঁজই নিলেন না দলের কোনও কেউ