Tapas Roy: ‘অবিচার, অন্যায়, অপমান ,অবজ্ঞা’, ‘বিদ্রোহী’ তাপসের গলায় অ-এর অনুপ্রাস

Tapas Roy: ২৩ বছরের তৃণমূলী রাজনৈতিক জীবন, এভাবে শেষ হবে ভেবেছিলেন কখনও? তাপস রায়ের জবাবে অ-এর অনুপ্রাস! বলেন, 'নাহ! প্রত্যাশা করিনি। কিন্তু ২৯ বছর কংগ্রেস করার পর যেমন সেটাও ছাড়তে হবে ভাবিনি, হয়েছিল। পরিস্থিতি, ঘটনাপ্রবাহ। এক্ষেত্রেও তাই। অবিচার, অন্যায়, অপমান ,অবজ্ঞা!'

Follow Us:
| Updated on: Mar 04, 2024 | 10:12 PM

কলকাতা: ৫২ বছরের রাজনৈতিক জীবন তাপস রায়ের। তার মধ্যে ২৩-২৪ বছরই কেটেছে তৃণমূলে। সোমবার একরাশ অভিমান উগরে দিয়ে সেই দল থেকে ইস্তফা দিলেন তাপস রায়। এই মুহূর্তে তিনি কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। আর এদিনই টিভিনাইন বাংলার ম্যানেজিং এডিটর অমৃতাংশু ভট্টাচার্যকে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তাপস রায় জানালেন তৃণমূলের সঙ্গে দুই দশকের সম্পর্ক ছিন্ন করার পরের অভিজ্ঞতার কথা।

২৩ বছরের তৃণমূলী রাজনৈতিক জীবন, এভাবে শেষ হবে ভেবেছিলেন কখনও? তাপস রায়ের জবাবে অ-এর অনুপ্রাস! বলেন, ‘নাহ! প্রত্যাশা করিনি। কিন্তু ২৯ বছর কংগ্রেস করার পর যেমন সেটাও ছাড়তে হবে ভাবিনি, হয়েছিল। পরিস্থিতি, ঘটনাপ্রবাহ। এক্ষেত্রেও তাই। অবিচার, অন্যায়, অপমান ,অবজ্ঞা!’

তাপস রায় বলেন, দুর্নীতি-দুর্নীতি-দুর্নীতি শুনতে শুনতে অসুস্থ, ক্লান্ত হয়ে গিয়েছিলেন। ছোট আঙাড়িয়া, নন্দীগ্রাম, সিঙ্গুর দেখে প্রতিবাদ করেছেন এক সময়। অথচ এখন চোখের সামনে বগটুই, সন্দেশখালি দেখতে হচ্ছে। এগুলো সমর্থন করা যায়? প্রশ্ন তাপস রায়ের।

তাপস রায়ের গলায় এদিন সংগঠন নিয়েও অভিমান। তিনি বলেন, “কেন আমাকে উত্তরের সভাপতি করা হল জানি না। কেনই বা উত্তর থেকে সরিয়ে দেওয়া হল একজনের বায়নায়। তবে আমাদের মতো মানুষেরা সম্মানের জন্য রাজনীতি করে। ৭ মাসের কয়েকদিন কম সময়ে আমি কর্পোরেশনের ভোট করিয়েছি, মমতা বন্দ্যোপাধ্য়ায়ের পাবলিক মিটিং করিয়েছি। অভিষেকের ঐতিহাসিক রোড শো করিয়েছি। তারপরও কেউ চাইছে, তাঁর ন্যাগিংনেসের জন্য নজরুল মঞ্চে বসে বক্তব্য শুনছি, বলছে সরিয়ে দেওয়া হল। এটা কোনও সাংগঠনিক সিদ্ধান্ত হতে পারে?”