Salt Lake: বউবাজারের পর এবার সল্টলেক, সেক্টর ফাইভে মোবাইল চোর সন্দেহে পিটিয়ে ‘খুন’ যুবককে

Salt Lake: প্রসঙ্গত, বিগত কয়েকদিন ধরেই কখনও বাংলার নানা প্রান্ত থেকে কখনও ছেলে চোর সন্দেহে আবার কখনও মোবাইল চোর সন্দেহে গণপিটুনির অভিযোগ সামনে আসছে। একদিন আগেই তো বউবাজারে মোবাইল চোর সন্দেহে একজনকে পিটিয়ে মেরে ফেলা হয়।

Salt Lake: বউবাজারের পর এবার সল্টলেক, সেক্টর ফাইভে মোবাইল চোর সন্দেহে পিটিয়ে ‘খুন’ যুবককে
শোরগোল সল্টলেকে Image Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jun 29, 2024 | 3:16 PM

সল্টলেক: বউবাজারের পর এবার সল্টলেক সেক্টর ফাইভ। মোবাইল চুরির সন্দেহে এক যুবককে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠল বেশ কয়েকজনের বিরুদ্ধে। সল্টলেকের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা এলাকার পোলেনাইটের ঘটনা। মৃতের নাম প্রসেন মণ্ডল (২২)। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, এদিন ভোরবেলায় করুণাময়ীর কাছে একটি বেসরকারি হাসপাতাল থেকে খবর যায় পুলিশের কাছে। বলা হয়, এক ব্যক্তি এক মৃত যুবককে নিয়ে এসেছে হাসপাতালে। খবর পাওয়া মাত্রই ছুটে যায় পুলিশ। যে ব্যক্তি ওই মৃত যুবককে হাসপাতালে নিয়ে এসেছিল তাঁকে আটক করে। শুরু হয় জিজ্ঞাসাবাদ। তাতেই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। 

পুলিশ সূত্রে খবর, ভোরবেলায় মোবাইল চুরির অভিযোগ ওই ব্যক্তি, তাঁর ছেলে ও এক বন্ধু মারধর করে। ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে যায়। হাসপাতালে নিয়ে এলে পুলিশ মৃত বলে ঘোষণা করে। তাঁকে জিজ্ঞাসাবাদের পরেই আরও বাকি দু’জনকেও আটক করে পুলিশ। ধৃতদের মধ্যে একজন বাংলাদেশের নাগরিক বলেও জানা যাচ্ছে। আপাতত পুলিশের হাতে ধরা পড়েছেন তপন সরকার, হরসিত সরকার ও শ্রীদাম মণ্ডল।

প্রসঙ্গত, বিগত কয়েকদিন ধরেই কখনও বাংলার নানা প্রান্ত থেকে কখনও ছেলে চোর সন্দেহে আবার কখনও মোবাইল চোর সন্দেহে গণপিটুনির অভিযোগ সামনে আসছে। একদিন আগেই তো বউবাজারে মোবাইল চোর সন্দেহে একজনকে পিটিয়ে মেরে ফেলা হয়। এবারে একেবারে সল্টলেকে একই ঘটনার প্রতিচ্ছবি দেখতে পাওয়া গেল। তাতেই বাড়ছে উদ্বেগ। প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা কিন্তু বলছেন, মানুষের যখন প্রশাসনের উপর থেকে আস্থা চলে যায় তখন এরকম হয়। কিন্তু, আইন হাতে তুলে নেওয়া বন্ধ হবে কবে? উত্তর নেই কারও কাছেই।