Bangladesh Cricket: প্রাক্তন অধিনায়ককে ‘দালাল’ বলে আক্রমণ, বাংলাদেশ ক্রিকেট টিমেই কাজিয়া!
Bangladesh Cricket: বিশ্বকাপে খেলতে বাংলাদেশ দলের ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে এক অনুষ্ঠানে নিজের মতামত জানিয়েছিলেন বাংলাদেশ জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক তামিম ইকবাল। বাংলাদেশ আইসিসি থেকে বেশি অর্থ পায়, সুতরাং সব দিক বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত বলেই মন্তব্য করেছিলেন তিনি।

ঢাকা: বিশ্বকাপে ভারতে খেলতে না আসার ‘নাটকে’র মাঝে অন্তর্দ্বন্দ্বে জেরবার বাংলাদেশ ক্রিকেট। বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক তামিম ইকবালকে ‘ভারতের দালাল’ বলে আক্রমণ বিসিবির ফিনান্স কমিটির প্রধান এম নাজমুল ইসলামের। নাজমুলের মন্তব্যের প্রতিবাদে সোচ্চার বাংলাদেশের ক্রিকেটাররাই। ফুঁসে উঠলেন তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, মোমিনুল হকরা। প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিতে সোচ্চার।
বিশ্বকাপের স্কোয়াডে আছেন পেসার তাসকিন। নিরাপত্তার দোহাই দিয়ে ভারতের মাটিতে খেলতে না চেয়ে আইসিসিকে চিঠি দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আইসিসি বিসিবির অনুরোধ ফিরিয়ে দেওয়ার পরও আবার আইসিসিকে চিঠি দেয় বিসিবি।
বিশ্বকাপে খেলতে বাংলাদেশ দলের ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে এক অনুষ্ঠানে নিজের মতামত জানিয়েছিলেন বাংলাদেশ জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক তামিম ইকবাল। বাংলাদেশ আইসিসি থেকে বেশি অর্থ পায়, সুতরাং সব দিক বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত বলেই মন্তব্য করেছিলেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে পরামর্শ দিয়ে তামিম বলেছেন, ‘ক্রিকেটকে প্রাধান্য দিয়েই সব সিদ্ধান্ত নেওয়া উচিত। বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের অবস্থান ও ভবিষ্যতকে মাথায় রেখেই সিদ্ধান্ত নেওয়া উচিত। আমাদের বোর্ডের ৯০-৯৫ শতাংশ অর্থ আসে আইসিসি থেকে।’
তামিম ইকবালের এই মন্তব্যের পরই তাঁকে ফেসবুকে ‘ভারতীয় দালাল’ বলে একটি স্ট্যাটাস দেন বিসিবির পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম। তাঁর এই বক্তব্যেই নিন্দার ঝড় উঠেছে। প্রতিবাদ জানিয়েছে কোয়াব।
কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন লিখিত বক্তব্য দিয়েছেন, ‘একজন দায়িত্বশীল বোর্ড পরিচালক যখন পাবলিক প্ল্যাটফর্মে এমন মন্তব্য করেন, তখন বোর্ড কর্মকর্তাদের আচরণবিধি নিয়েও আমাদের প্রশ্ন জাগে। বিসিবি সভাপতির কাছে এরই মধ্যে আমরা প্রতিবাদলিপি পাঠিয়েছি এবং সংশ্লিষ্ট বোর্ড পরিচালকের প্রকাশ্যে ক্ষমা চাওয়াসহ তাঁকে জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছি। আশা করি, যত দ্রুত সম্ভব উপযুক্ত ব্যবস্থা নেবেন বিসিবি সভাপতি।’
বিশ্বকাপে না থাকলেও, টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন বলেছেন, ‘প্রতিটি বিশ্বকাপের আগে কিছু না কিছু ঘটে আমাদের। এই জিনিসগুলো না হলে ভাল। এটা আবার একটু আমাদের নিয়ন্ত্রণেরও বাইরে। এটা কীভাবে হয়ে গেছে আমি বিস্তারিত জানি না।’
এই মন্তব্য স্পষ্ট, বিসিবিকে তাদের দেশের ক্রিকেটাররাই বলছে যে তারা অসম লড়াইয়ে নেমেছে। শনিবার বিসিবিকে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারে আইসিসি। তার আগে অন্তর্কলহে জেরবার বাংলাদেশ।
