
কলকাতা: বিহার বিধানসভা ভোটের ফলপ্রকাশের দিন যখন গেরুয়া ঝড়ে উত্তাল রাজনৈতিক মহল তখন বিজেপির তুলোধনা করে একটি অ্যানিমেশন ভিডিয়ো পোস্ট করতে দেখা গিয়েছিল তৃণমূল কংগ্রেসকে। এবার পাল্টা আসরে পদ্ম শিবির। শান বাঙালি অস্মিতায়। প্রচারে গুপী-বাঘা তো ছিলই এবার আসরে ফেলুদা-ব্যোমকেশ। অন্যদিকে বিজেপি ক্ষমতায় এলে বাংলার অবস্থা কী হতে পারে, কীভাবে ভালবাসার অধিকার থেকে, প্রেমের অধিকার থেকে যুবক-যুবতীরা, কীভাবে নীতি পুলিশির দাপট বাড়বে তা কয়েকদিন আগেই ভিডিয়োয় প্রতীকী গল্পের মাধ্যমে তুলে ধরে তৃণমূল। পোস্ট করা হয় এক্স হ্যান্ডেলে। এবার সেই এক্স হ্যান্ডেলেই পর পর এআই ভিডিয়ো নিয়ে চলে এল পদ্ম শিবির।
২৩ নভেম্বর পোস্ট করা হল একটি ভিডিয়ো। সেখানে গুপী-বাঘাকে ঘুরতে দেখা গেল শহরের রাস্তায়। তাঁরা তো বর্তমান বাংলার অবস্থা দেখে হতবাক। এক সময়ের সোনার বাংলা আজ কীভাবে রাজনৈতিক অস্থিরতার স্বীকার হয়েছে তা গুপী-বাঘার ওই গল্পের হাত ধরে তুলে ধরে বিজেপি। সেদিনও উঠে এসেছিল ভবানীপুরের কথা।
It’s future for Goopy and Bagha, but for the people of West Bengal it is already the reality today‼️ pic.twitter.com/EtJrDzm7aY
— BJP West Bengal (@BJP4Bengal) November 23, 2025
এক্স হ্যান্ডেলে পোস্ট করা নতুন ভিডিয়োতে দেখা যাচ্ছে ব্যোমকেশ পৌঁছে গিয়েছে ভবানীপুরে। ভিডিয়োর গল্পে বলা হচ্ছে সেটা বর্তমানে এমন এক এলাকা যা আজ এক কুখ্যাত দাপুটে নেতার ছায়ায় ঢেকে গেছে। সে স্থানীয় ব্যবসায়ীদের থেকে কাটমানি তোলে, দাপট দেখিয়ে অত্যাচার চালায়, আর রাজনৈতিক মালিকদের ভোটব্যাঙ্ক বাড়াতে নথিপত্রে জালিয়াতির কারবার চালায়। পরিস্থিতির ভয়াবহতা বুঝে ব্যোমকেশ ফেলুদাকে ফোন করে। সাসপেন্স রেখেই শেষ হয় সেই ভিডিয়ো। এদিকে ভোটের আগে হাতে যেখানে আর মাত্র কয়েক মাস বাকি তার আগে যুযুধান দুই পক্ষের ‘ভিডিয়ো যুদ্ধে’ যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছে তা বলার অপেক্ষা রাখে না।
Even Byomkesh and Feluda know what TMC is—an organization full of Tolabaaz, Molesters, and Corrupts. Bengal once known for figures like Swami Vivekananda, Netaji Subhas Chandra Bose, Satyajit Ray, and Kadambini Ganguly is now, being associated with names like Anubrato, Monojit,… pic.twitter.com/2vhAo4KQM2
— BJP West Bengal (@BJP4Bengal) November 25, 2025