Kolkata Police: বুদ্ধ নেই, কলকাতা পুলিশের খাতা থেকে চিরতরে মুছে গেল ‘0002’, কী এই কল সাইন?

ভিভিআইপিদের নিরাপত্তার স্বার্থেই পুলিশের তরফে তাঁদের নাম উচ্চারণ করা হয় না। পদ অনুযায়ী তাঁদের কল সাইন ঠিক করে লালবাজার। বুদ্ধও যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন তার কল সাইন ছিল চার্লি মাইক।

Kolkata Police: বুদ্ধ নেই, কলকাতা পুলিশের খাতা থেকে চিরতরে মুছে গেল '0002', কী এই কল সাইন?
কী এই সাইন? Image Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Aug 09, 2024 | 7:27 PM

কলকাতা: প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুতে পুলিশের খাতা থেকে চিরতরে মুছে গেল একটি কল সাইন। ‘0002’। কলকাতা পুলিশ আর বলবে না ‘0002 Left’, ‘0002 Arrived’ বা ‘0002 Departure’। বুদ্ধবাবু যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন তাঁর কল সাইন ছিল চার্লি মাইক। প্রাক্তন হওয়ার পর শহরের রাস্তায় বেরোলে তাঁর ব্যবহৃত গাড়ির শেষ চারটি ডিজিটই পুলিশের কাছে তাঁর পরিচয় ছিল।

ভিভিআইপিদের নিরাপত্তার স্বার্থেই পুলিশের তরফে তাঁদের নাম উচ্চারণ করা হয় না। পদ অনুযায়ী তাঁদের কল সাইন ঠিক করে লালবাজার। বুদ্ধও যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন তার কল সাইন ছিল চার্লি মাইক। প্রাক্তন হওয়ার পর পুলিশ তার কল সাইন ঠিক করে ‘0002’। বুদ্ধবাবু আলিমুদ্দিনে গেলে কিংবা ডাক্তার দেখাতে বেরোলেও এই কল সাইনই ব্যবহার করা হতো। কিছু কিছু ক্ষেত্রে ‘এক্স সিএম’ সাইনও উল্লেখ করা হতো। 

শুক্রবার এনআরএস হাসপাতালে তার মরদেহ দান করার পর গাড়িটিও চিরতরের জন্য চলে যাবে রাজ্যের পুলকার দফতরে। সরকার পরবর্তী সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত গাড়িটি সেখানেই তার বাকি জীবন কাটাবে। বুদ্ধবাবুর বাড়িটি মূলত পার্ক সার্কাস ট্রাফিক গার্ডের আওতায় পড়ে। ওই ট্রাফিক গার্ডের সার্জেন্টের গলাতেও যেন বিষাদের সুর। বলছেন, ‘আমাদের আর 0002 লেফট, 0002 ডিপার্চার বলার প্রয়োজন পড়বে না।’

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)