Madan Mitra’s Oh!Lovely: ‘দাদার ছবি সুপারহিট হবে’, ‘ওহ লাভলি’ মুক্তি পেতেই মদনের কাটআউটে ১০০ লিটার দুধ ঢেলে উচ্ছ্বাস ভক্তদের

Madan Mitra’s Oh!Lovely: “বিজেপি-সিপিএম-কংগ্রেস আপনারা একসঙ্গে আসুন। আপনাদের প্রেমটাও ভাল হবে। একসঙ্গে দেখতে আসুন ও লাভলি।” এ ভাষাতেই এদিন বিরোধীদের খোঁচা দিলেন মদন মিত্র।

Madan Mitra’s Oh!Lovely: ‘দাদার ছবি সুপারহিট হবে’, ‘ওহ লাভলি’ মুক্তি পেতেই মদনের কাটআউটে ১০০ লিটার দুধ ঢেলে উচ্ছ্বাস ভক্তদের
মদনের ছবি ঘিরে তুমুল উচ্ছ্বাসImage Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Aug 25, 2023 | 8:33 PM

কলকাতা: শুক্রবার মুক্তি পেল মদন মিত্র (Madan Mitra) অভিনীত ‘ওহ লাভলি’ সিনেমা। তাতেই দিনভর তুমুল উন্মদনা দেখা গেল মদন ভক্তদের মধ্যে। কামারহাটিতে (Kamarhati) একদল তৃণমূল (Trinamool Congress) কর্মী-সমর্থক আবার মদন মিত্রের ছবিকে ১০০ লিটার দুধ দিয়ে স্নান করাল। এ দৃশ্য দেখেই তীব্র কটাক্ষ করল বিজেপি। তা নিয়েই এখন জোর চর্চা রাজনৈতিক মহলে। যদিও বিরোধীদের কটাক্ষে কান দিতে নারাজ ঘাসফুল সমর্থকেরা। মদন ভক্ত মাকসুদ আলম তো সাফ বললেন, “দক্ষিণ ভারতে যেমন রজনীকান্তের কোনও সিনেমা বের হলে দুধ দিয়ে রজনীকান্তের ছবিকে স্নান করানো হয়, সেরকমই আমরা এখানে দাদার ছবিকে একশো কেজি দুধ দিয়ে স্নান করালাম। দাদার এটা প্রথম ছবি। আমরা দাদাকে খুব ভালবাসি। এ ছবি সুপারহিট হবে।” 

আর এক তৃণমূল নেতা শামসের আলী বলেন, “কামারহাটির মানুষ খুব খুশি। আজ তো একটা ইতিহাস তৈরি হল। আমরাও রজনীকান্তের মতো দাদাকে একশো কেজি দুধ দিয়ে স্নান করালাম। টলিউডে এ ছবি নতুন ইতিহাস তৈরি করবে। আমরা সবাই মিলে ছবিটা দেখতে যাব।” তীব্র কটাক্ষবাণ শানিয়েছে বিজেপি। বিজেপি নেতা কিশোর কর খোঁচা দিয়ে বলেন, “মদন মিত্র তো কখনও গান গাইছেন, ফ্যাশন শো করছেন, রঙিন জামা-কাপড় পরে ঘুরে বেড়াচ্ছেন। এসব একজন রাজনীতিবিদকে মানায় না। ওর বিরুদ্ধে প্রচুর অভিযোগ, জেলেও গিয়েছেন। আসলে ওকে নিয়ে যা চলছে সবই হুজুগ। খুবই দুর্ভাগ্যের ব্যাপার। আমাদের দেশে অনেক গরিব মানুষ আছে। কিছু করতে হলে তাঁদের পাশে দাঁড়ান। ১০০ লিটার দুধ মদনের কাটআউটে নষ্ট না করে গরিব শিশুদের দিলে অনেক কাজে লাগত।”

বিজেপির খোঁচার উত্তকে মদন বলেন, “বিরোধীরা যারা বলছেন, খেতে না পেয়ে অনাহারে মানুষ মারা যাচ্ছে। তাদের তালিকা আমায় দিন। এক বছর তাদের আমি খাওয়াব।” এখানেই না থেমে বাম-কংগ্রেসকে খোঁচা দিয়ে তিনি বলেন, “বিজেপি-সিপিএম-কংগ্রেস আপনারা একসঙ্গে আসুন। আপনাদের প্রেমটাও ভাল হবে। একসঙ্গে দেখতে আসুন ও লাভলি।”