Agitation in front of PSC Building: দ্রুত নিয়োগের দাবিতে পিএসসি ভবনের সামনে বিক্ষোভ চাকরিপ্রার্থীদের
Agitation in front of PSC Building: দ্রুত নিয়োগের দাবিতে এর আগেও বিক্ষোভ দেখিয়েছেন চাকরিপ্রার্থীরা। বুধবার সকালেও তাঁরা পাবলিক সার্ভিস কমিশনের অফিসের সামনে জড়ো হন। প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখাতে থাকেন কয়েকশো চাকরিপ্রার্থী।
কলকাতা: ফের চাকরিপ্রার্থীদের বিক্ষোভে উত্তাল শহর কলকাতা। পিএসসি ভবনের সামনে চাকরি প্রার্থীদের বিক্ষোভ। দ্রুত নিয়োগের দাবিতে বিক্ষোভ দেখান চাকরিপ্রার্থীরা। দুর্নীতিগ্রস্তদের শণাক্ত করে দ্রুত তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, মেধা তালিকা প্রকাশের সময়ে রোল নম্বরের পাশাপাশি চাকরি প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করতে হবে- এই সব একাধিক দাবি লেখা পোস্টার, প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখাতে থাকেন চাকরিপ্রার্থীরা। স্লোগান দিতে থাকেন, ‘এই অনাচার আর নয়…’।
দ্রুত নিয়োগের দাবিতে এর আগেও বিক্ষোভ দেখিয়েছেন চাকরিপ্রার্থীরা। বুধবার সকালেও তাঁরা পাবলিক সার্ভিস কমিশনের অফিসের সামনে জড়ো হন। প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখাতে থাকেন কয়েকশো চাকরিপ্রার্থী। জমায়েতকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেকথা ভেবে আগে থেকেই প্রস্তুত ছিল টালিগঞ্জ থানার পুলিশ। পিএসসি ভবনের বাইরে পিকেট মোতায়েন ছিল আগেই।
বেলা সাড়ে এগারোটা থেকে পিএসসি ভবনের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন চাকরিপ্রার্থীরা। তাঁদের বক্তব্য, করোনা পরিস্থিতির দোহাই দিয়ে এইভাবে দীর্ঘদিন নিয়োগ বন্ধ রাখতে চলবে না। তাতে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন চাকরিপ্রার্থীরা। তাঁদের বয়স একদিকে যেমন বেড়ে যাচ্ছে, তেমনি চাকরিতে নিয়োগ না করতে পেরে মনোবলও ভেঙে পড়ছে অনেকের। অবিলম্বে পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা গুলো নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
বিভিন্ন ক্ষেত্রে দ্রুত স্বচ্ছতার সঙ্গে নিয়োগ,ধারাবাহিক পরীক্ষার বিজ্ঞপ্তি সহ নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি ও বিভিন্ন টালবাহানার বিষয়ে সরব হয়েছেন চাকরি প্রার্থীরা। এর আগেও গত বছর অগাস্ট মাসে একই দাবিতে পিএসসি ভবনের সামনে বিক্ষোভ দেখান চাকরিপ্রার্থীরা। পিএসসি দুর্নীতি মঞ্চের পক্ষ থেকে সেবার একটি স্মারকলিপিও দেওয়া হয়। ২০১৯ সালের আইসিডিএস, নক্লার্কশিপ, মিসলেনিয়াস ও ডব্লিউ বিসিএস গ্রুপ সিওডি পরীক্ষার মেধা তালিকা দ্রুত প্রকাশের দাবি তুলেছেন চাকরিপ্রার্থীরা।
পাশাপাশি, জুনিয়র ইঞ্জিনিয়ার্স, কেপিএস, ফায়ার অপারেটর্স, লাইভ স্টক ডেভেলপমেন্ট, স্কুল এসআই, ফুড এসআই-সহ বিভিন্ন পদে দ্রুত নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা।সমস্ত নিয়োগ প্রক্রিয়া বিজ্ঞপ্তি প্রকাশের এক বছরের মধ্যে সম্পন্ন করার দাবিও করা হয়েছে এদিনের বিক্ষোভ থেকে।
প্রসঙ্গত, ২০১৭ সালে পিএসসি পরিচালিত ডব্লিউ বিসিএস পরীক্ষায় নম্বর বেশি পাইয়ে দিয়ে একজনকে নিয়োগ পরীক্ষায় সহযোগিতা করার গুরুতর অভিযোগ উঠেছিল পিএসসি’র বিরুদ্ধে। সেই বিষয়েও পিএসসি কর্তৃপক্ষের স্পষ্ট অবস্থানের দাবি জানিয়েছেন চাকরিপ্রার্থীরা।
এক বিক্ষোভকারী বলেন, “এইভাবে করোনার দোহাই দিয়ে আর কতদিন নিয়োগ প্রক্রিয়া স্থগিত করবে কর্তৃপক্ষ? অবিলম্বে পরীক্ষা নেওয়ার প্রয়োজন। আর স্বচ্ছতার সঙ্গে চাকরিপ্রার্থীদের মেধাতালিকা প্রকাশের দাবি জানাচ্ছি আমরা।”
আরও পড়ুন: Post Poll Violence: ভোট পরবর্তী হিংসা মামলায় গ্রেফতারির আশঙ্কা? আদালতের দ্বারস্থ অনুব্রত
আরও পড়ুন: Post Poll Violence: নলহাটি-শীতলকুচির মামলাতেও অধরা অভিযুক্তরা, পুরস্কার ঘোষণা করল সিবিআই