TMC Spokeperson: তৃণমূলের জাতীয় মুখপাত্রর তালিকায় সুগত বসু; রাজ্যে ৪০ জনে নেই সুপ্রিয়

তৃণমূলের মুখপাত্রের তালিকায় নতুন সংযোজন হয়েছেন সুগত বসু।

TMC Spokeperson: তৃণমূলের জাতীয় মুখপাত্রর তালিকায় সুগত বসু; রাজ্যে ৪০ জনে নেই সুপ্রিয়
সুপ্রিয় চন্দ ও সুগত বসু।
Follow Us:
| Edited By: | Updated on: Mar 25, 2023 | 11:11 PM

কলকাতা: তৃণমূলের ছাত্র পরিষদের কমিটি থেকে আগেই বাদ পড়েছিলেন। এবার মুখপাত্রের তালিকাতেও ঠাঁই হয়নি উত্তরবঙ্গের জনপ্রিয় তৃণমূল নেতা হিসাবে উঠে আসা সুপ্রিয় চন্দের (Supriya Chanda)। তবে নাম রয়েছে তৃণাঙ্কুর ভট্টাচার্যের। শনিবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের (AITC) তরফে প্রকাশিত নতুন মুখপাত্রের তালিকায় এমনটাই দেখা যাচ্ছে। যা নিয়ে নতুন করে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। তাহলে কী ধীরে-ধীরে ক্ষমতা ছাঁটা হচ্ছে সুপ্রিয় চন্দের? এমন প্রশ্নও উঠছে। অন্যদিকে, তৃণমূলের মুখপাত্রের তালিকায় নতুন সংযোজন হয়েছেন সুগত বসু (Sugata Basu)। জাতীয় মুখপাত্র হিসাবেই নাম রয়েছে বর্ষীয়ান এই রাজনীতিকের। এছাড়া ডেরেক ও’ব্রায়েন, চন্দ্রিমা ভট্টাচার্যের পাশাপাশি জাতীয় মুখপাত্রের তালিকায় নাম উঠে এসেছে বাবুল সুপ্রিয়, মুকুল সাংমা, সুস্মিতা দেবের মতো অনেকেরই। একইভাবে দলের রাজ্য মুখপাত্রের তালিকায় নাম এসেছে বীরবাহা হাঁসদা, জোৎস্না মান্ডি, ব্রাত্য বসু, মানস ভুঁইয়া, তাপস রায় সহ ৪০ জনের।

তৃণমূল সূত্রে খবর, এদিন সন্ধ্যায় AITC-র তরফে জাতীয় ও রাজ্য মুখপাত্রের নতুন তালিকা ঘোষণা করা হয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ই দলীয় মুখপাত্রের নতুন তালিকা প্রকাশ করেন। জাতীয় মুখপাত্রের তালিকায় মোট ২০ জনের নাম রয়েছে। অন্যদিকে, রাজ্য মুখপাত্রের তালিকায় নাম উঠে এসেছে দলের ৪০ জন বিশিষ্ট নেতা-নেত্রীর। জাতীয় ও রাজ্য মুখপাত্রের তালিকায় বিশিষ্ট কারা রয়েছেন, দেখে নেওয়া যাক একনজরে…

তৃণমূলের জাতীয় মুখপাত্রের তালিকায় প্রথমেই রয়েছেন অমিত মিত্র। এছাড়া ডেরেক ও’ব্রায়েন, চন্দ্রিমা ভট্টাচার্য, কাকলি ঘোষ দস্তিদার, সুখেন্দু শেখর রায়ের নাম যেমন রয়েছে, তেমনই উঠে এসেছে বাবুল সুপ্রিয়, মহুয়া মৈত্র, জহর সরকার, শশী পাঁজা, মুকুল সাংমা, সুস্মিতা দেব, বিবেক গুপ্তা, সাকেত গোখলের মতো বিশিষ্টদের নাম। এই তালিকায় নতুন সংযোজন হয়েছেন সুগত বসু।

অন্যদিকে, তৃণমূলের রাজ্য মুখপাত্রের তালিকায় মোট ৪০ জনের নাম রয়েছে। যার মধ্যে কুণাল ঘোষ, মানস ভুঁইয়া, পার্থ ভৌমিক, দেবাংশু ভট্টাচার্য থেকে শুরু করে পার্থ প্রতিম রায়, দোলা সেন, মৌসম নূর, রিজু দত্ত, তাপস রায়, বীরবাহা হাঁসদা, জোৎস্না মান্ডি, ব্রাত্য বসু, স্নেহাশিস চক্রবর্তী, জয়প্রকাশ মজুমদার, রিজু দত্ত, কলকাতা পুরসভার কাউন্সিলর অরূপ চক্রবর্তী, এমনকি তৃণাঙ্কুর ভট্টাচার্যেরও নাম রয়েছে। তবে তালিকায় ঠাঁই হয়নি উত্তরবঙ্গের জনপ্রিয় মুখ সুপ্রিয় চন্দের। যেখানে মাত্র ২০ বছর বয়সে তৃণমূলের রাজ্য মুখপাত্র হয়েছিলেন সুপ্রিয়, সেখানে এবার তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য কমিটির পর মুখপাত্রের তালিকাতেও ঠাঁই হল না।

যদিও ঠিক কী কারণে সুপ্রিয় চন্দের নাম তালিকায় নেই তা স্পষ্ট নয়। তবে সম্প্রতি প্রেসিডেন্সি কলেজে সরস্বতী পুজো করা নিয়ে দলের বিপরীতে বিতর্কিত মন্তব্য করেছিলেন তরুণ ছাত্রনেতা। তারপর থেকেই তাঁর সঙ্গে দলের দূরত্ব বাড়তে শুরু করে বলে রাজনৈতিক মহলের দাবি।