Nabanna: নতুন পদে আলাপন-গোপালিকা-দ্বিবেদী, দায়িত্ব বাড়ল প্রাক্তন আমলাদের

Nabanna: রাজ্যের তিন প্রাক্তন আমলা বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন। হরিকৃষ্ণ দ্বিবেদী থেকে বিপি গোপালিকা, আলাপন বন্দ্যোপাধ্যায়, সবাইকেই বেশ কিছু নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। জানাচ্ছে নবান্ন।

Nabanna: নতুন পদে আলাপন-গোপালিকা-দ্বিবেদী, দায়িত্ব বাড়ল প্রাক্তন আমলাদের
নবান্নImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 06, 2024 | 1:39 PM

কলকাতা: দায়িত্ব বাড়ল রাজ্যের একাধিক নামজাদা আমলার। হরিকৃষ্ণ দ্বিবেদী থেকে বিপি গোপালিকা, আলাপন বন্দ্যোপাধ্যায়, সবাইকেই বেশ কিছু নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। হরিকৃষ্ণ দ্বিবেদীর কাঁধে হিডকোর দায়িত্বের পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স কর্পোরেশনের চেয়ারম্যানের দায়িত্ব তো রয়েইছে। সেই সঙ্গে এখন থেকে তিনি রাজ্য অর্থ কমিশনের চেয়ারম্যানের দায়িত্বও সামলাবেন। অন্যদিকে গুরু দায়িত্ব পয়েছেন বিপি গোপালিকাও। তিনি এখন WBIIDC-এর চেয়ারম্যান, স্টেট হাইওয়ে কর্পোরেশনের MD, একইসঙ্গে প্রজেক্ট মনিটরিংয়েরও ইনচার্জ। 

অন্যদিকে পশ্চিমবঙ্গ ক্ষুদ্র শিল্প নিগম হারাতে হয়েছে আলাপন বন্দ্যোপাধ্যায়কে। যদিও তাঁর দায়িত্ব বেড়েছে। পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগমের চেয়ারম্যান হয়েছেন আলাপন। ম্যানেজিং ডিরেক্টর হয়েছেন বন্দনা যাদব। এর আগে নিগমের ম্যানেজিং ডিরেক্টর পদে ছিলেন রোশনি সেন। 

বন্দনা যাদব শিল্প দফতরের সচিবের দায়িত্বে রয়েছেন। এবার অতিরিক্ত দায়িত্ব হিসাবে পেলেন পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগমের ম্যানেজিং ডিরেক্টরের পদ। যদিও রোশনি সেনের হাতে পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগমের ম্যানেজিং ডিরেক্টরের দায়িত্ব আসার আগে বন্দনা যাদবই এই পদে ছিলেন।

অন্যদিকে রাজ্যের শিল্পোন্নয়নে আলাপন বন্দ্যোপাধ্যায়ের অভিজ্ঞতাকে কাজে লাগানো হবে বলেই তাঁকে চেয়ারম্যান করা হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়। এক সময় রাজ্যের মুখ্যসচিব পদে থেকেছেন তিনি। এবার আরও কিছুটা দায়িত্ব বাড়ল তাঁর। কিছুদিন আগেই রাজ্যের নয়া মুখ্যসচিব হন মনোজ পন্থ। বিপি গোপালিকার পদের মেয়াদ শেষ হওয়ার পর তাঁকে দায়িত্ব দেওয়া হয়। সেই বিপি গোপালিকার কাঁধেও এবার অনেক গুরু দায়িত্ব।