Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Naktala Puja: কেমন হবে নাকতলার পুজো? থিম কী? পার্থ-প্রভাব কতটা পড়ছে পুজোয়?

Naktala: সাম্প্রতিক ঘটনা প্রবাহের কোনও প্রভাব পুজোর উপর সেভাবে পড়ছে না। পুজো কমিটির এক সদস্যের কথায়, এর সঙ্গে পুজোর কোনওরকম সম্পর্কই নেই। অন্যান্যবার যেমনভাবে পুুজো হয়ে এসেছে, এই বছরও তার কোনও অন্যথা হচ্ছে না।

Naktala Puja: কেমন হবে নাকতলার পুজো? থিম কী? পার্থ-প্রভাব কতটা পড়ছে পুজোয়?
নাকতলার গতবারের পুজো (বামদিকে), এবং এই বছরের খুঁটি পুজো (ডানদিকে)
Follow Us:
| Edited By: | Updated on: Aug 28, 2022 | 4:14 PM

কলকাতা : আজ থেকে দুই মাস আগে। ২৯ জুন। নাকতলা উদয়ন সংঘের তরফে ফেসবুকে একটি পোস্ট করা হয়েছিল। দুর্গাপুজোর খুঁটিপুজোর পোস্ট। তাতে লেখা ছিল ‘আরম্ভ’। রথযাত্রায় দুর্গাপুজোর খুঁটি পুজো ধরে যে ‘আরম্ভ’র কথা নাকতলা উদয়ন সংঘ বলেছিল, এখন সেই কথাটাই যেন বার বার ঘুরে ফিরে আসছে। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির কথা বলতে গেলে, নাকতলা উদয়ন সংঘের জন্য যেন সত্যিই নতুন করে ‘আরম্ভ’ করার পালা এবার। কলকাতার বিভিন্ন বড় নামজাদা পুজো কমিটির সঙ্গেই কোনও কোনও রাজনীতিকের নাম জড়িয়ে থাকে। ওই নির্দিষ্ট পুজোটিকে সেই নেতার নামেই চেনা হয়। শহর তিলোত্তমার বুকে এমন উদাহরণ অনেক। তেমনই একটি হল নাকতলার পুজো। আপামর শহরবাসী এতদিন নাকতলার পুজো বলতে এককথায় ‘পার্থ বাবুর পুজো’ বলেই চিনে এসেছে। কিন্তু সেই পার্থ বাবুর আপাতত ইডির হাতে গ্রেফতার হয়ে প্রেসিডেন্সি সংশোধনাগারে রাত কাটাচ্ছেন। পুজোর প্রস্তুতি তাহলে কেমন চলছে?

খোঁজখবর নিয়ে জানা গেল, সাম্প্রতিক ঘটনা প্রবাহের কোনও প্রভাব পুজোর উপর সেভাবে পড়ছে না। পুজো কমিটির এক সদস্যের কথায়, এর সঙ্গে পুজোর কোনওরকম সম্পর্কই নেই। অন্যান্যবার যেমনভাবে পুুজো হয়ে এসেছে, এই বছরও তার কোনও অন্যথা হচ্ছে না। নাকতলার সাধারণত যে ধরনের বাজেটে পুজো হয়, বা এই ধরনের একটি বিশাল কর্মযজ্ঞ করতে যে পরিমাণ বাজেট দরকার হয়, তার সঙ্গে সামঞ্জস্য রেখেই এইবারের পুজোর আয়োজন করা হচ্ছে নাকতলা উদয়ন সংঘে।

প্রশ্ন করতে জানা গেল, নাকতলা উদয়ন সংঘে এবার পুজোর কনসেপ্ট হল ‘মোটা কাপড়’। তবে এবারের পুজোর বিশেষত্বের কথা এখনও খোলসা করতে চাইছেন না পুজো কমিটির উদ্যোক্তারা। সেটি আগামীর জন্য চমক হিসেবেই রাখতে চান তাঁরা। তবে গতবছর নাকতলায় যে ভাবনাকে নিয়ে পুজো হয়েছিল, তার সঙ্গেই একটি ধারাবাহিকতা রেখে এই ‘মোটা কাপড়’  ভাবনাটি আনা হয়েছে। উল্লেখ্য, গত বছর ওপার বাংলা থেকে এপার বাংলায় চলে আসা উদ্বাস্তুদের কথা তুলে ধরা হয়েছিল নাকতলার পুজোতে।