অমিতের স্ত্রীকে হাসপাতালের ফোন, আপনার স্বামীর শ্বাসকষ্ট হচ্ছে, তাড়াতাড়ি আসুন...
নিজস্ব চিত্র

অমিতের স্ত্রীকে হাসপাতালের ফোন, ‘আপনার স্বামীর শ্বাসকষ্ট হচ্ছে, তাড়াতাড়ি আসুন…’

sreejayee das |

Mar 09, 2021 | 12:05 PM

স্ট্যান্ডরোডে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত এএসআইয়ের স্ত্রী পিঙ্কি ভাওয়াল এ দিন জানান, আমি ফোন করছি, ফোন সুইচ অফ পাচ্ছি। এরপরে আমি ওর এক বন্ধুকে ফোন করে জানতে পারি শ্বাসকষ্ট হয়েছে পিজিতে আসুন। এইটুকুই আমি জানি। আর কিছু জানি না।   

স্ট্যান্ডরোডে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত এএসআইয়ের স্ত্রী পিঙ্কি ভাওয়াল এ দিন জানান, আমি ফোন করছি, ফোন সুইচ অফ পাচ্ছি। এরপরে আমি ওর এক বন্ধুকে ফোন করে জানতে পারি শ্বাসকষ্ট হয়েছে পিজিতে আসুন। এইটুকুই আমি জানি। আর কিছু জানি না।