বিধানসভায় শুভেন্দুর ডেপুটি হতে পারেন তৃণমূলত্যাগী নেতা, পিছনের সারিতে আদিরা

বঙ্গ বিজেপিতে শুভেন্দুর উত্থান আগেই ব্যাকফুটে ঠেলেছে পুরনোদের। সূত্রের খবর, এ বার শুভেন্দুর ডেপুটিও এ বার হতে পারেন তৃণমূল থেকে আগত আরেক নেতা।

বিধানসভায় শুভেন্দুর ডেপুটি হতে পারেন তৃণমূলত্যাগী নেতা, পিছনের সারিতে আদিরা
অলংকরণ: অভীক দেবনাথ
Follow Us:
| Updated on: Jun 16, 2021 | 12:28 AM

কলকাতা: বিজেপিতে ক্রমশ গুরুত্ব বাড়ছে তৃণমূল ত্যাগীদের। অন্যদিকে, কিছুটা হলেও পিছনের সারিতে চলে যেতে হচ্ছে আদি বিজেপি নেতাদের। তৃণমূল থেকে বিজেপিতে এসে বিধানসভার বিরোধী দলনেতা হওয়ার ফলে বঙ্গ বিজেপিতে শুভেন্দুর উত্থান আগেই ব্যাকফুটে ঠেলেছে পুরনোদের। সূত্রের খবর, এ বার শুভেন্দুর ডেপুটিও এ বার হতে পারেন তৃণমূল থেকে আগত আরেক নেতা। উপ বিরোধী দলনেতা হিসেবে নাটাবাড়ির বিজেপি বিধায়ক মিহির গোস্বামীকে বেছে নেওয়া হতে পারে। এমনটাই খবর বিজেপি সূত্রে।

বিধানসভা নির্বাচনের আগে গত বছর যে সময় শুভেন্দু তৃণমূল ছেড়েছিলেন, একই সময় শাসকদলের ছত্রছায়া থেকে বেরিয়ে আসেন মিহির গোস্বামীও। তৃণমূল ছেড়ে এলেও একুশের বিধানসভা ভোটে নাটাবাড়ি আসনে জয়লাভ করেন তিনি। সম্প্রতি মুকুল রায় তৃণমূলে দল ছাড়ার পর যে যে সাংসদ বিধায়কদের তিনি ফোন করেছিলেন, সেই তালিকায় নাম ছিল মিহির গোস্বামীরও। যদিও দল বদলের জল্পনা তিনি উড়িয়ে দিয়েছেন। তবে এই ঘটনার পরই উপ বিরোধী দলনেতা হিসেবে মিহিরকে বেছে নেওয়া হবে এমন খবর উঠে এসেছে বিজেপি সূত্রে।

আরও পড়ুন: হানকে নিয়ে আসা হচ্ছে কলকাতায়, ‘চিনা গুপ্তচর’ কাণ্ডের তদন্তভার এসটিএফকে

ফলে পরিষদীয় দায়িত্বে এ বার তৃণমূলত্যাগী নেতাদের আধিক্য আরও বাড়তে চলেছে। যদিও মিহির গোস্বামীর নামে এখনও সিলমোহর পড়েনি। কিন্তু মিহিরেরই পাল্লা ভারী বলে জানা যাচ্ছে। যেহেতু তিনি একজন প্রবীণ রাজনীতিক, সেই কারণে তাঁর অভিজ্ঞতাকে বিধানসভায় কাজে লাগাতে চাইছে বিজেপি। এমনটাই খবর সূত্রের।

আরও পড়ুন: ‘তারিখ পে তারিখ’! সারদা মামলায় সিবিআইয়ের উপর ক্ষুব্ধ হাইকোর্ট