Suvendu Adhikari: ‘আজ যা করলেন, তার হিসেব হবে’, বারুইপুরে হুঙ্কার শুভেন্দুর, দুই মিছিল ঘিরে ধুন্ধুমার
Suvendu Adhikari: তৃণমূলকর্মীদের 'জয় বাংলা' ও পাল্টা 'জয় শ্রীরাম' স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে রাস্তা। একই জায়গায় কর্মসূচির অনুমতি কীভাবে দেওয়া হল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

বারুইপুর: শুভেন্দু অধিকারীর মিছিল ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি বারুইপুরে। ১০০ মিটারের মধ্যে একই সময়ে বিজেপি ও তৃণমূলের মিছিল। স্লোগান, পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে উঠল স্পিকার বিমান বন্দ্যোপাধ্য়ায়ের বিধানসভা এলাকা। একই সময়ে, একই জায়গায় কীভাবে দুটি মিছিলের অনুমতি দেওয়া হল, তা নিয়ে উঠেছে প্রশ্ন। শুভেন্দু অধিকারীর গাড়িতে পরপর লাঠি দিয়ে মারা হয়েছে বলেও অভিয়োগ। এরপরই পুলিশকে কার্যত হুঁশিয়ারি দেন বিরোধী দলনেতা শুভেন্দু।
বিধানসভার অধিবেশনে কথা বলতে দেওয়া হয়নি, এই অভিযোগ নিয়েই এদিন স্পিকারের কেন্দ্রে এদিন মিছিলের ডাক দিয়েছিলেন শুভেন্দু। রাস মাঠ থেকে এসপি অফিসের দিকে মিছিল এগোচ্ছিল। তার মাঝেই পরপর চলে অবরোধ। মিছিলে বাধা দেওয়া হয় বলে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অদূরেই চলছিল তৃণমূলের মহিলা মোর্চার মিছিল।
তৃণমূলকর্মীদের ‘জয় বাংলা’ ও পাল্টা ‘জয় শ্রীরাম’ স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে রাস্তা। একই জায়গায় কর্মসূচির অনুমতি কীভাবে দেওয়া হল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিরোধী দলনেতার গাড়ি আটকে কালো পতাকা দেখানো হয় বলেও অভিযোগ। এরপরই গাড়ি থেকে শুভেন্দু বলেন, “ওরা ভেবেছিল আমরা ভয় পেয়ে যাব। কিন্তু আমরা ভয় পাইনি।” পুলিশ সুপারের উদ্দেশে শুভেন্দু বলেন, “আজ যা করলেন, তার হিসেব হবে।”
পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু অভিযোগ করেন, তাঁর কনভয়ে তথা গাড়িতে লাঠি দিয়ে মারা হয়েছে। এই ঘটনার পর এসপি অফিস ঘেরাও করার ডাক দিয়েছেন শুভেন্দু। তিনি জানিয়েছেন, আগামী ২৭ মার্চ পুলিশ সুপারের অফিস ঘেরাও করবেন বিজেপি কর্মীরা।
