Baishakhi Banerjee: ‘বাজে মেয়ে বৈশাখী’, রত্নার মুখে কল্যাণের মন্তব্য শুনে শোভন-বান্ধবী বলেই দিলেন…
Baishakhi Banerjee: রত্নাকে হুঁশিয়ারি দিয়ে শোভন-বান্ধবী বলেন, "৮ বছর ধরে শুনছি, আমি নাকি অনেকের ঘর ভেঙেছি। এরকম দু-একজন মহিলার ইন্টারভিউ চাই। কাদের ঘর ভেঙেছি, প্রমাণ করতে না পারলে এবার আইনি ব্যবস্থা নেব।"

কলকাতা: বিবাহ বিচ্ছেদের মামলা চলছে শোভন চট্টোপাধ্যায় ও রত্না চট্টোপাধ্যায়ের। সেই মামলায় শোভনের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণ তৃণমূলের সাংসদও। সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে শনিবার রত্না বলেছেন, কল্যাণ তাঁকে বলেছিলেন যে বৈশাখী বন্দ্যোপাধ্যায় অত্যন্ত বাজে মেয়ে। এবার তাঁর জবাব দিলেন শোভন-বান্ধবী বৈশাখী। আইনের দ্বারস্থ হওয়ারও হুঁশিয়ারি দিলেন।
রত্নার বক্তব্য শুনে কী বলছেন বৈশাখী?
এদিন রত্না বলেন, “এই কল্যাণবাবু একদিন কোর্টে দাঁড়িয়ে আমাকে বলেছিলেন দুলালদার (রত্নার বাবা) দুঃখ আমি বুঝি। তুই শোভনকে ডিভোর্স দিবি না। কারণ বৈশাখী অত্যন্ত বাজে মেয়ে। অনেকের ঘর ভেঙেছে।”
রত্নার ওই মন্তব্য নিয়ে বৈশাখী বলেন, “কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমাকে অনেকদিন ধরে চেনেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিশ্চয় অনেকদিন আগে তাঁকে একথা বলেছিলেন। তখন উনি বলেননি কেন? এত অমুক, তমুক না বলে নিজের কথা নিজে বলা উচিত।”
এরপরই রত্নাকে হুঁশিয়ারি দিয়ে শোভন-বান্ধবী বলেন, “৮ বছর ধরে শুনছি, আমি নাকি অনেকের ঘর ভেঙেছি। এরকম দু-একজন মহিলার ইন্টারভিউ চাই। কাদের ঘর ভেঙেছি, প্রমাণ করতে না পারলে এবার আইনি ব্যবস্থা নেব। যাঁদের নাম নিয়েছেন, তাঁদের সামনে আনুন। একজন মহিলাকে সামনে এনে বলুন, এই মহিলার ঘর ভেঙেছেন বৈশাখী।” বৈশাখী আরও বলেন, “উনি যদি ব্যক্তিগত স্তরে এমন কথা বলেনও, তাহলে তাঁকে পাশে বসিয়ে একথা বলা উচিত।”
শোভন চট্টোপাধ্যায়ও বলেন, “আমি বিশ্বাস করি না, একথা বলার জায়গায় যেতে পারেন কল্যাণদা। তাহলে এমন করে সওয়াল করতেন না। সত্যিটা উদ্ঘাটন হয়েছে।”





