Cyclonic Circulation: বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্ত! ৪৮ ঘণ্টায় আরও শক্তি বাড়বে নিম্নচাপের, প্রবল বৃষ্টি কোথায় কোথায়?
Cyclonic Circulation: পুরোদমে সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেক্ষাও। যা বর্তমানে উত্তরবঙ্গের উপর দিয়ে বিস্তৃত। এই অক্ষরেখা অমৃতসর মান্ডি বাল্মিকীনগর মোজাফফরপুর এবং জলপাইগুড়ির উপর দিয়ে হাফলং থেকে দক্ষিণ-পূর্ব দিকে মনিপুর পর্যন্ত বিস্তৃত।

কলকাতা: পূর্বভাস ছিলই। তা সত্যি করে উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়ে গেল গত ২৪ ঘণ্টায়। রেকর্ড বৃষ্টি হয়েছে আলিপুরদুয়ারে। ২১০.৪০.মিলিমিটার। হাসিমারাতেও তাই। ১০৪.০৭ মিলিমিটার। সব নদীতে জল বাড়তে শুরু করেছে। আলিপুরদুয়ারে কালজানি নদীতে জারি হলুদ সতর্কতা। শিলিগুড়িতে প্রবল বৃষ্টি। অধিকাংশ ওয়ার্ড জলমগ্ন। আকাশ যেন ভেঙে পড়েছে। অবিশ্রান্ত ধারায় বৃষ্টিতে নাজেহাল শহর। বিধান মার্কেটের রাস্তায় জমে গিয়েছে জল। ঢুকে যাচ্ছে দোকানের ভেতরে! জোড়াপানি নদীর জল বেড়ে অনেক বাড়িতে নাকি জল ঢুকে গিয়েছে। উত্তরবঙ্গের এই অবস্থা হলেও ভাল নেই দক্ষিণবঙ্গ। এরইমধ্যে এবার নিম্নচাপের জন্ম।
আবহাওয়া দফতর বলছে মধ্য বঙ্গোপসাগর এলাকায় তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। আগামী ২৪ ঘন্টায় পশ্চিম মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা। পরবর্তী ৪৮ ঘণ্টায় এই নিম্নচাপ ক্রমশ শক্তিশালী হবে। বঙ্গোপসাগরের এই নিম্নচাপ থেকে কর্ণাটকের ঘূর্ণাবর্ত পর্যন্ত একটি পূর্ব পশ্চিম অক্ষরেখা বিস্তৃত।
পুরোদমে সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেক্ষাও। যা বর্তমানে উত্তরবঙ্গের উপর দিয়ে বিস্তৃত। এই অক্ষরেখা অমৃতসর মান্ডি বাল্মিকীনগর মোজাফফরপুর এবং জলপাইগুড়ির উপর দিয়ে হাফলং থেকে দক্ষিণ-পূর্ব দিকে মনিপুর পর্যন্ত বিস্তৃত। পাশাপাশি উত্তরপ্রদেশ, কর্ণাটক এবং অসমে রয়েছে ঘূর্ণাবর্ত।
দক্ষিণবঙ্গে কোথায় কোথায় বৃষ্টি?
বুধবার দক্ষিণবঙ্গের উপকূলের জেলায় বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পশ্চিমের দিকের জেলাগুলিতেও। দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।
বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের উপকূল ও পশ্চিমের জেলায় বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উপকূল ও পশ্চিমের দিকের জেলাতে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।
শনিবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বেশ কয়েকটি জেলায়। বৃষ্টি হতে পারে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূমে। তবে রবিবার ও সোমবার থেকে বৃষ্টির পরিমাণ অনেকটা কমবে।
উত্তরবঙ্গে কোথায় কোথায় বৃষ্টি?
বুধবার অতিভারী বৃষ্টির সতর্কতা জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়। বাকি তিন জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি দার্জিলিং কালিম্পং ও কোচবিহার জেলায়। বৃহস্পতিবারেও মোটের উপর একই ছবি থাকবে।
