Bengal BJP: ভোটের ব্লু প্রিন্ট তৈরিতে বঙ্গ বিজেপির ‘টিম’ তৈরি, কারা পেলেন জায়গা?

BJP: সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী ছাড়াও নাম রয়েছে সুভাষ সরকার, নিশীথ প্রামাণিক, শান্তনু ঠাকুর, জন বার্লা, রাহুল সিনহা, লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পল, জগন্নাথ চট্টোপাধ্যায়, ফাল্গুনী পাত্র। স্পেশাল ইনভাইটি হিসাবে আছেন সুনীল বনশল, মঙ্গল পাণ্ডে, অমিত মালব্য ও আশা লাকড়া।

Bengal BJP: ভোটের ব্লু প্রিন্ট তৈরিতে বঙ্গ বিজেপির 'টিম' তৈরি, কারা পেলেন জায়গা?
বঙ্গ বিজেপির রথী-মহারথীরা Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Feb 04, 2024 | 5:51 PM

কলকাতা: লোকসভা ভোটের দামামা বেজে গিয়েছে। এখন শুধু নির্ঘণ্ট ঘোষণার অপেক্ষা। এরইমধ্যে ভোটের জন্য কমিটি তৈরি করল রাজ্য বিজেপি। কমিটিতে রয়েছেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষরা। লোকসভা ভোটে মাটি কামড়ে লড়াই চালাতে মরিয়া সমস্ত রাজনৈতিক দলগুলিই। ইতিমধ্যেই রাজনীতির নানা সমীকরণ দেখা যাচ্ছে। জোট থেকে দলবদলের হিড়িক, রয়েছে সবই। নির্বাচনের আবহে সুষ্ঠুভাবে ভোট পরিচালনায় কোমর বেঁধে ময়দানে নেমে পড়ল বিজেপি।

আজ রবিবার বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়ের সইসম্বলিত রাজ্য নির্বাচন কমিটির তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে রয়েছেন চারজন কেন্দ্রীয় মন্ত্রী, রয়েছেন পাঁচজন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক, একজন রাজ্য সাধারণ সম্পাদক (সংগঠন), একজন রাজ্য যুগ্ম সাধারণ সম্পাদক (সংগঠন)। এছাড়াও আছেন দুই কেন্দ্রীয় পর্যবেক্ষক, দু’জন কেন্দ্রীয়, সহকেন্দ্রীয় পর্যবেক্ষক। রয়েছেন দুই প্রাক্তন রাজ্য সভাপতি।

সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী ছাড়াও নাম রয়েছে সুভাষ সরকার, নিশীথ প্রামাণিক, শান্তনু ঠাকুর, জন বার্লা, রাহুল সিনহা, লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পল, জগন্নাথ চট্টোপাধ্যায়, জ্যোতির্ময় সিং মাহাতো, দীপক বর্মন, অমিতাভ চক্রবর্তী, সতীশ ধন্দ, ফাল্গুনী পাত্র। স্পেশাল ইনভাইটি হিসাবে আছেন সুনীল বনশল, মঙ্গল পাণ্ডে, অমিত মালব্য ও আশা লাকড়া।