AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Teachers Protest: মার খেয়েও কাঠগড়ায় শিক্ষকরাই! আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা পুলিশের

Police: বিধাননগর পুলিশের পক্ষ থেকে শিক্ষকদের বিরুদ্ধে স্বতঃ প্রণোদিত মামলা করা হল। আন্দোলনকারীদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি ভাঙচুর, সরকারি কাজে বাধা দেওয়া এবং অবৈধভাবে সরকারি কর্মীদের অভিযোগ আনা হয়েছে।

Teachers Protest: মার খেয়েও কাঠগড়ায় শিক্ষকরাই! আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা পুলিশের
আন্দোলনকারী শিক্ষক-শিক্ষাকর্মীরা।Image Credit source: TV9 বাংলা
Follow Us:
| Edited By: | Updated on: May 16, 2025 | 10:28 AM

কলকাতা: অভিযোগ-পাল্টা অভিযোগ। বিকাশ ভবনে চাকরিহারা শিক্ষক-শিক্ষাকর্মীদের অভিযান ঘিরে উত্তাল পরিস্থিতি। বৃহস্পতিবার দুপুরে আন্দোলনকারীরা বিকাশ ভবনের গেট ভেঙে ফেলে ভিতরে ঢুকে যায়। রাতে আরও  উত্তেজনা বাড়ে। পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় আন্দোলনকারীদের। শিক্ষকদের মারধোরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। এবার  বিধাননগর পুলিশের পক্ষ থেকে শিক্ষকদের বিরুদ্ধে স্বতঃ প্রণোদিত মামলা করা হল।

২০১৬ সালে এসএলএসটি যোগ্য চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের শিক্ষকদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে বিধাননগর পুলিশ। তাদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি ভাঙচুর, সরকারি কাজে বাধা দেওয়া এবং অবৈধভাবে সরকারি কর্মীদের অভিযোগ আনা হয়েছে। একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশের এই পদক্ষেপকে ধিক্কার জানিয়েছেন আন্দোলনকারীরা। তাদের বক্তব্য, “আমরা কোনও ভাঙচুর করিনি। আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দেখাচ্ছিলাম। পুলিশ কয়েকটা ছবি নিয়ে এখন আন্দোলনকে বিমুখ করার চেষ্টা করছে। এভাবে আমাদের আটকাতে পারবে না। আমাদের হকের চাকরি ফিরিয়ে দিতেই হবে।”