Burj Khalifa: বড় চমক সোনারপুরে, দুর্গাপুজোর মতো ঈদেও নজর কাড়ছে বুর্জ খলিফা
Burj Khalifa: সোনারপুরের নতুন বুর্জ খলিফা দেখতে ভিড় জমাচ্ছেন পার্শ্ববর্তী বহু মানুষ। অনেকেই বলছেন ঈদে সোনারপুরের এই অভিনব ভাবনায় যেন ফের ফিরে এসেছে দুর্গাপুজোর রেশ।
সোনারপুর: শেষবারের দুর্গাপুজোতে দুবাইয়ের বুর্জ খলিফার (Burj Khalifa) আদলে মন্ডপ তৈরি করে সবাইকে চমকে দিয়েছিল কলকাতার শ্রীভূমি স্পোর্টিং ক্লাব(Burj Khalifa)। এবার ঈদে(Eid) বুর্জ খালিফা আদলে মণ্ডপ তৈরি করল সোনারপুরের(Sonarpur) একটি ক্লাব। যা নিয়ে সাড়া পড়ে গিয়েছে বিভিন্ন মহলে। ঐকতান নামে ওই ক্লাব বিশাল তোরণ তৈরি করেছে খুশির ঈদ উপলক্ষ্যে। সোনারপুরের ২৭ ও ৭ নম্বর ওয়ার্ডের সীমানা এলাকায় একটি জলাশয়ের ওপর এই তোরণ তৈরি করা হয়েছে। যা দেখতে ভিড় বাড়ছে সাধারণ মানুষের। সাধারণ মানুষের এই উন্মাদনা দেখে খুশি উদ্যোক্তারাও। আগামী বছর ঈদেও তাঁরা এই ভাবে বড় চমক দিতে পারেন বলে শোনা যাচ্ছে।
লেকটাউনের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের বুর্জ খলিফার উচ্চতা ছিল প্রায় ১৪৫ ফুট। প্রায় আড়াইশো কর্মী দু-মাস ধরে মণ্ডপটি তৈরি করেন। গোটা মণ্ডপজুড়ে আলোক সজ্জাও ছিল দেখার মতো। এবার যেন তারই প্রতিচ্ছবি দেখতে পাওয়া যাচ্ছে সোনারপুরে। সেখানেও বিশালাকার মণ্ডপজুড়ে বসেছে নানা রঙের মেলা। আলোক সজ্জা নজর কাড়ছে পার্শ্ববর্তী এলাকার মানুষদের। একটি বড় পুকুরের ওপর বাঁশ,প্লাই, কাপড় দিয়ে সুবিশাল উচ্চতার মণ্ডপটি তৈরি করা হয়েছে। নতুন এই বুর্জ খলিফা দেখতে ভিড় জমাচ্ছেন হাজার হাজার মানুষ। অনেকেই বলছেন ঈদে সোনারপুরের এই অভিনব ভাবনা যেন ফের ফিরিয়ে এনেছে দুর্গাপুজোর রেশ।
অন্যদিকে, এদিন ঈদ উপলক্ষ্যে সোনারপুর উত্তর ও দক্ষিণ বিধানসভার শতাধিক মসজিদের ইমামদের শনিবার ঈদের উপহার তুলে দেন এলাকার দুই বিধায়ক লাভলি মৈত্র ও ফিরদৌসি বেগম। ইমামদের হাতে আড়াই হাজার টাকা করে আর্থিক অনুদানের পাশাপাশি একটি করে লুঙ্গি প্রদান করা হয়। ফিরদৌসি বলেন, “সামান্য উপহার তুলে দিতে পেরে আমরা খুশি।তবে শুধু ইমাম নন এলাকার গরিব, দু;স্থ সাধারণ মানুষের হাতেই আমরা ঈদ উপহার হিসাবে অনেক বস্ত্র, ফল, ইফতার সামগ্রী তুলে দিয়েছি”। বিধায়কদের হাত থেকে ঈদের উপহার পেয়ে স্বভাবতই খুশি ইমামরাও। ধন্যবাদও জানিয়েছেন বিধায়কদের।
আরও পড়ুন- আগামী ৫ দিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি, কতটা নামতে পারে তাপমাত্রার পারদ?