AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bike Accident: রাতের শহরে ভয়াবহ দুর্ঘটনায় মৃত এক, আশঙ্কাজনক দুই

Bike Accident: আহতরা আরজিকর হাসপাতালে চিকিৎসাধীন। মৃত যুবক বাগুইআটির বাসিন্দা বলে জানা গিয়েছে।

Bike Accident: রাতের শহরে ভয়াবহ দুর্ঘটনায় মৃত এক, আশঙ্কাজনক দুই
বাইক দুর্ঘটনা (ফাইল ছবি)
| Edited By: | Updated on: Sep 17, 2022 | 11:04 AM
Share

কলকাতা: ফের শহরে ভয়াবহ দুর্ঘটনা। বেপরোয়া বাইকের রেষারেষিতে মৃত্যু হল একজনের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ২ জন। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে বাগুইআটির ভিআইপি রোডের কেষ্টপুর ও নারায়ণ তলায় মাঝামাঝি জায়গা। আশঙ্কাজনক দুই যুবককে স্থানীয় বাসিন্দারাই উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, শুক্রবার গভীর রাতে ওই ঘটনা ঘটে। রাত প্রায় ২ টো ২০ মিনিট নাগাদ দুটি বাইক রাস্তায় রেষারেষি করছিল বলে জানতে পেরেছে পুলিশ। লেকটাউনের দিক থেকে বাগুইআটির দিকে আসছিল দুটি কে টি এ পালসার ২২০ বাইক। অত্যন্ত দ্রুত গতিতে বাইকগুলি এগোচ্ছিল বলেও জানা গিয়েছে।

বাইক দুটি যখন ঠিক কেষ্টপুরের সিগন্যাল অতিক্রম করার পরই নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক যুবকের। মৃতের নাম সুকদেব গায়েন। ২২ বছরের ওই যুবক বাগুইআটির জগতপুরের শিমুলতলার বাসিন্দা। অপর দুই বাইক আরোহীর অবস্থা আশঙ্কাজনক। তাঁরা আরজি কর হাসপাতালে চিকিৎসাধীন। মূলত রাতের শহরে বেপরোয়াগতি ও রেষারেষির জেরেই এই দুর্ঘটনা বলে মনে করছে পুলিশ।

কখনও বাইক, কখনও বাস বা অটো, বেপরোয়া গতির অভিযোগ বারবারই উঠেছে শহরে। পুলিশ বা প্রশাসনের তরফ সতর্কতামূলক পদক্ষেপ করা হলেও বারবার সেই একই ঘটনা ঘটছে।

সম্প্রতি, বাইক দুর্ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে খোদ বিশ্ব স্বাস্থ্য সংস্থাও। শুধু ভারতে নয়, গোটা বিশ্বে বাইক দুর্ঘটনায় এত বেশি মৃত্যুর ঘটনা ঘটছে যে, বাড়ি সতর্কতা প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। চারপাশে এত ঘটনা ঘটা সত্ত্বেও এখনও রাস্তায় হেলমেটবিহীন বাইক আরোহী চোখে পড়ছে।