Mithun on Kunal: কুণালের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মামলা মিঠুনের

BJP leader Mithun Chakraborty: মিঠুনের অভিযোগ, তিনি চিটফান্ড কেলেঙ্কারিতে জড়িত বলে মন্তব্য করেছিলেন কুণাল। তিনি বিজেপিতে যোগ দিয়েছেন শুধুমাত্র নিজেকে বাঁচানোর জন্য, কুণালের বিরুদ্ধে এমন মন্তব্য করার অভিযোগ তুলেছেন বিজেপি নেতা।

Mithun on Kunal: কুণালের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মামলা মিঠুনের
রাজনৈতিক মহলে চাপানউতোর Image Credit source: Social Media

| Edited By: জয়দীপ দাস

Sep 04, 2025 | 11:36 PM

কলকাতা: তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন বিখ্যাত বলিউড অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। মিঠুনের স্পষ্ট অভিযোগ, উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তাঁকে ঘিরে অসত্য ও কুরুচিকর মন্তব্য করা হয়েছে। যদিও তোপ দাগতে ছাড়ছেন না কুণাল। কুণালের সাফ কথা, “যাঁর মান থাকে, তাঁর মানহানি হয়। ওঁর মান আছে নাকি যে মানহানি হবে! যিনি তদন্তের ভয়ে এতবার দল বদল করেন তাঁর মানসম্মান আছে!”

মিঠুনের অভিযোগ, তিনি চিটফান্ড কেলেঙ্কারিতে জড়িত বলে মন্তব্য করেছিলেন কুণাল। তিনি বিজেপিতে যোগ দিয়েছেন শুধুমাত্র নিজেকে বাঁচানোর জন্য, কুণালের  বিরুদ্ধে এমন মন্তব্য করার অভিযোগ তুলেছেন বিজেপি নেতা। তাঁর ছেলে ধর্ষণের মামলায় যুক্ত বলে প্রচার করেছেন কুণাল। যা কোনওভাবেই ঠিক নয় বলে দাবি মিঠুনের। 

এখানেই শেষ নয়, মিঠুনের দাবি, তাঁর স্ত্রীও আর্থিক লেনদেনে জড়িত বলে কুণাল মন্তব্য করেছেন। যা পুরোপুরো উদ্দেশ্যপ্রণোদিত বলেই তাঁর মত। সেই ভিত্তিতেই এই ১০০ কোটি টাকার মানহানির মামলা। অন্যদিকে কুণাল যদিও বলছেন, “চার-পাঁচটি চিটফান্ডের সঙ্গে ওর কী সংযোগ ছিল, সেটা আমি কোর্টে বলব। পুরোটা সিবিআই তদন্ত করুক।”