
কলকাতা: রাত পোহালেই বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন তিনটি মেট্রো রুটের উদ্বোধন করার কথা রয়েছে। দমদম সেন্ট্রাল জেলের মাঠে সরকারি অনুষ্ঠানের পাশাপশি সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সভাস্থলের শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। এদিকে বিজেপি নেতা দিলীপ ঘোষ আবার জানিয়েছেন তিনি অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি। তা নিয়ে রাজনৈতিক মহলে চাপা গুঞ্জন শুরু হয়ে গিয়েছে। এর আগে মোদী যখন আলিপুরদুয়ারে নরেন্দ্র মোদীর সভায় আমন্ত্রণ পাননি তখনও তা নিয়ে চাপানউতোর হয়েছিল।
মাঝে কলকাতায় এসেছিলেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ-ও। তাঁর সভাতে দিলীপের আমন্ত্রণ না পাওয়া নিয়ে গুঞ্জন তৈরি হয়েছিল। এবার ফের মোদীর সফায় পেলেন না আমন্ত্রণ। তা নিয়ে বিতর্ক দানা বাঁধতে শুরু করলেও বর্তমান রাজ্য সভাপতি পূর্বসূরীকে নিয়ে যদিও বলছেন ইঙ্গিতপূর্ণ কথা। শমীককে এ প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, “পাহাড় থেকে সমুদ্র দিলীপ ঘোষকে আবারও তাঁর মত করেই দেখতে পাওয়া যাবে। দিলীপ ঘোষের বিষয়ে কেন্দ্রীয় নেতৃত্ব আলোচনা করছেন।” পাশাপশি রাজ্য সভাপতি পুজোয় প্রধানমন্ত্রীর বাংলায় আসার বিষয়ে বলেন, “আমার তো চাই উনি বাংলায় আসুক। কিন্তু আমার যতদূর জানি পুজোয় নিউইয়র্কে আমন্ত্রণ আছে প্রধানমন্ত্রীর।”
এদিকে মেট্রো নিয়ে একইসঙ্গে তিন নতুন রুটে মেট্রো যাত্রা শুরু হতে চলেছে শহর-শহরতলিতে। তা নিয়ে চর্চার অন্ত নেই। ভোটের আগে মোদীর হাতে উদ্বোধন তাতে যেন এক্কেবারে আলাদা মাত্রা যোগ করেছে। হাওড়া ময়দান থেকে সোজা সেক্টর ফাইভ, নোয়াপাড়া থেকে কলকাতা বিমানবন্দর, নিউ গড়িয়া থেকে বেলেঘাটা। এই তিন রুটেরই মেট্রোর উদ্বোধন হবে মোদীর হাত ধরে।