AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TMC MLA: অরূপ-ফিরহাদ-চন্দ্রিমা সহ ৬০ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে থানায় অভিযোগ

TMC MLA: ইতিমধ্যেই আবার বিস্ফোরক টুইটও করেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। চাঁচাছোলা আক্রমণ শানিয়েছেন মমতা ব্রিগেডের বিরুদ্ধে। বিধানসভার সেই দিনের কথা মনে করিয়ে লিখেছেন, ‘চাঁদের দিকে থুতু দিলে নিজের মুখেই পড়ে। এই ব্যবহারের জন্য এক দিন পস্তাতে হবে।’

TMC MLA: অরূপ-ফিরহাদ-চন্দ্রিমা সহ ৬০ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে থানায় অভিযোগ
জোর শোরগোল রাজনৈতিক মহলেImage Credit: Twitter
| Edited By: | Updated on: Dec 05, 2023 | 11:37 PM
Share

কলকাতা: গত সপ্তাহে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে সম্প্রতি বিধানসভায় আম্বেদকর মূর্তির পাদদেশে ধরনায় বসেছিলেন তৃণমূল বিধায়করা। বিজেপির অভিযোগ, সেখানে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে অসম্মানজনক মন্তব্য করা হয়েছে। এই অভিযোগের প্রেক্ষিতেই এবার পুলিশের দ্বারস্থ হলেন বিজেপি বিধায়ক মালতি রাভা রায়, শিখা চট্টোপাধ্যায়। ৬০ জনের নাম হেয়ার স্ট্রিট থানায় করা অভিযোগপত্রে উল্লেখ করেছেন মালতি রাভা রায়। অভিযোগ, ওইদিন উস্কানি দেওয়ার কাজ করেছেন অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম ও চন্দ্রিমা ভট্টাচার্য।

দায়ের হয়েছে পৃথক দু’টি এফআইআর। মালতী দেবীর অভিযোগপত্রে গত ৩০ তারিখের কথা উল্লেখ করা হয়েছে। সেখানে শিখা চট্টোপাধ্যায়ের অভিযোগ পত্রে ২৯ তারিখের কথা উল্লেখ করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, বেচারাম মান্না, অসীমা পাত্র এবং বীরবাহা হাঁসদারা কাজ করেছেন বলেছেন বলে অভিযোগ ডাবগ্রাম ফুলবাড়ির বিজেপি বিধায়কের। প্রধানমন্ত্রীকে চোর বলা হয়েছে, বিজেপিকে চোর বলা হয়েছে বলে দাবি তাঁর।

এ নিয়ে ইতিমধ্যেই আবার বিস্ফোরক টুইটও করে দিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। চাঁচাছোলা আক্রমণ শানিয়েছেন মমতা ব্রিগেডের বিরুদ্ধে। বিধানসভার সেই দিনের কথা মনে করিয়ে লিখেছেন, চাঁদের দিকে থুতু দিলে নিজের মুখেই পড়ে। এই ব্যবহারের জন্য এক দিন পস্তাতে হবে। শুধু সেই দিনের অপেক্ষা। তৃণমূলের চোররা এই কাজ করেছেন বলেও উল্লেখ করেছেন শুভেন্দু। তবে মমতার পুলিশ কোনও ব্যবস্থা নেবে না। পদক্ষেপ করবে না। টুইট বার্তাতেই এমন সন্দেহ প্রকাশ করতে দেখা গিয়েছে তাঁকে।