কলকাতা: বামেদের ভরসা করল বিজেপি! শুনতে খানিকটা অবাক লাগলেও উপনির্বাচনে দেখা যাচ্ছে এই ছবিই। উপভোটে উত্তরবঙ্গের দুই বিজেপি প্রার্থীই বাম থেকে আসা। দীপক রায় ফরওয়ার্ড ব্লক করতেন। তবে একুশের ভোটে দীপক বিজেপির প্রার্থী হয়েছিলেন। এবারের উপনির্বাচনে সিতাই কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করেছে দল।
অন্যদিকে রাহুল লোহার মাদারিহাটের ১ নম্বর মন্ডল সভাপতি। একদা এসএফআই নেতা ছিলেন। বীরপাড়া কলেজে ছাত্র রাজনীতির মধ্যে পরিচিতি পান তিনি। ২০২৩ সালের পঞ্চায়েত জেলা পরিষদে প্রার্থী হন। তবে পরাজিত হন। পরবর্তীতে সিতাই আসন থেকে পদ্ম শিবিরের প্রার্থী হয়েছিলেন। এবার রাহুলকে মাদারিহাট থেকে দাঁড় করিয়েছে দল।
প্রসঙ্গত, একুশের নির্বাচনে সিতাইয়ে জিতেছিলেন তৃণমূলের জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। সাংসদ হওয়ার পর বিধায়ক পদ ছেড়ে দেন তিনি। অন্যদিকে একুশের নির্বাচনে মাদারিহাট থেকে জিতেছিলেন বিজেপির মনোজ টিগ্গা। চব্বিশের লোকসভা নির্বাচনে জয়ের পর বিধায়ক পদ ছেড়ে দেন তিনি। এবার সেই আসনগুলিতেই নতুন প্রার্থীদের তুলে এনেছে দল। প্রসঙ্গত, ১৩ নভেম্বর বাংলার ছয় আসনে হতে চলেছে উপভোট। ইতিমধ্যেই কোমর বেঁধে ভোট প্রস্তুতিতে নেমে পড়েছে সব রাজনৈতিক দলই। ভোট প্রস্তুতিতে নির্বাচন কমিশনও। কেন্দ্রীয় বাহিনী দিয়েই হতে চলেছে নির্বাচন।