TMC-BJP: ‘এবার তৃণমূল ছাড়ুন’! বেসুরো মনোরঞ্জনকে পরোক্ষে বিজেপিতে আমন্ত্রণ

Pradipto Kanti Ghosh | Edited By: Soumya Saha

Jun 11, 2024 | 7:30 PM

TMC-BJP: মনোরঞ্জন ব্যাপারীর সাম্প্রতিককালে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন লেখালেখি দলের অস্বস্তি বাড়িয়েছে। আর এবার বলাগড়ের বিধায়ক নিজেই বলছেন, ২০২৬ সালের ভোটে তাঁকে আর টিকিট দেবে না দল। এই আবহে এবার মনোরঞ্জনকে পরোক্ষে পদ্ম শিবিরে আমন্ত্রণ জানালেন বঙ্গ বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য।

TMC-BJP: এবার তৃণমূল ছাড়ুন! বেসুরো মনোরঞ্জনকে পরোক্ষে বিজেপিতে আমন্ত্রণ
মনোরঞ্জন ব্যাপারী
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: লোকসভা ভোট মিটেছে। হুগলি পুনর্দখল করেছে তৃণমূল। হুগলিতে জিতলেও বলাগড় থেকে লিড পায়নি তৃণমূল। আর এরপর থেকেই নতুন করে প্রশ্নচিহ্ন উঠতে শুরু করেছে বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে। মনোরঞ্জন ব্যাপারীর সাম্প্রতিককালে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন লেখালেখি দলের অস্বস্তি বাড়িয়েছে। আর এবার বলাগড়ের বিধায়ক নিজেই বলছেন, ২০২৬ সালের ভোটে তাঁকে আর টিকিট দেবে না দল। এই আবহে এবার মনোরঞ্জনকে পরোক্ষে পদ্ম শিবিরে আমন্ত্রণ জানালেন বঙ্গ বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য।

মঙ্গলবার ফের একবার বেসুরো গাইতে দেখা গেল বলাগড়ের তৃণমূল বিধায়ককে। বললেন, ‘পুরনো না মুছলে নতুন লিখব কী করে! পুরনোগুলো মাথার উপর চেপে বসে থাকলে, নতুন ভাবনা তো আসবে না।’ জানিয়ে দিলেন, দল অস্বস্তিতে পড়লেও বলাগড়ে নিয়ে লেখা চলবে। তবে এখনই যে তিনি বিধায়ক পদ ছাড়ছেন না সে কথাও জানিয়ে দিলেন তিনি। সাধারণ মানুষকে পরিষেনা দেওয়ার জন্য আপাতত বিধায়ক পদ ছাড়ছেন না তিনি। বলাগড়ে তৃণমূল পিছিয়ে পড়ার জন্য কেউ কেউ দায় ঠেলছেন এলাকার বিধায়কের দিকেই। যদিও সেই অভিযোগ মানতে নারাজ মনোরঞ্জন ব্যাপারী। তাঁর বক্তব্য, ভোটের প্রচারে তাঁকে থাকতে দেওয়া হয়নি। ফলে এর দায় তাঁর উপর চাপানো যায় না।

বিধায়ক বলেন, ‘দলের কিছু লোকের কাছে চক্ষুশূল হয়ে গিয়েছি। তারা আমার বিরুদ্ধে দলনেত্রীর কাছে নানান কথা বলেছে। ফলে তিনিও তিতিবিরক্ত হয়ে আমাকে বলেছেন, আমাকে আর নির্বাচনী প্রচারে থাকতে হবে না। আমিও আর থাকিনি। দুঃখের বিষয়, বলাগড়ে আমরা না লড়েই হেরে গেলাম। আমি রাজনীতি চাইলে কী হবে? রাজনীতি যদি আমাকে না চায়!’

এদিকে মনোরঞ্জন ব্যাপারীর এই বেসুরো হওয়ায় মুখ খুলেছেন রাজ্যসভার সাংসদ তথা বঙ্গ বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য। তাঁর বক্তব্য, ‘অতীতেও মনোরঞ্জন ব্যাপারী বহু ধরনের পোস্ট করেছিলেন। তিনি এখনও ওই দলে কী করছেন? এই ধরনের বিবৃতি এখন তাঁর থেকে মানুষ আশা করছে না। তিনি নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের থেকে পদত্যাগ করুন। তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলুন। আন্দোলন করুন।’ তাহলে কি বলাগড়ের বিধায়ককে বিজেপিতে আমন্ত্রণ জানাচ্ছেন শমীক? সেই প্রশ্নে বঙ্গ বিজেপির মুখপাত্রর বক্তব্য, ‘দুর্নীতির বিরুদ্ধে যাঁরা লড়াই করছেন, তাঁদের সঙ্গে নিয়েই থাকে বিজেপি।’

Next Article